West Bengal SIR News Live : বাংলা থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, ফেরত দেওয়ার বেলায় নেই: মমতা
বৃষ্টি-ধসে বিপর্যয়, পুনর্গঠনের কাজ দেখতে আজ ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। ‘অপারেশন সূর্যোদয়’-এর ১৮ বছর, নন্দীগ্রামে কর্মসূচি বিজেপি- তৃণমূল দু’পক্ষেরই।
LIVE

Background
SIR সংক্রান্ত কাজের চাপে BLO-র মৃত্যুর অভিযোগ উঠল মেমারিতে। মৃতার পরিবারের দাবি, BDO চাপ দেওয়াতেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ওই অঙ্গনওয়াড়ি কর্মী। গোটা ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক।
একদিকে ভোটার তালিকা সংশোধনের কাজ, অন্যদিকে সেই গুরুদায়িত্ব পালন করতে গিয়ে BLO-দের উপর চলছে হুমকি-হুঁশিয়ারি। সেইসবের মাঝে বিএলও-দের সামলাতে হচ্ছে তাঁদের নিজেদের পেশাগত দায়বদ্ধতাও। আর এই আবহেই বাড়ছে আতঙ্ক। পূর্ব বর্ধমানের মেমারীতে BLO-র মৃত্য়ু ঘিরে সামনে এসেছে সেই অভিযোগ। দাবি উঠছে বিএলও-দের সুরক্ষার।
পশ্চিম মেদিনীপুরের পিংলায় এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠল BLO-র স্বামীর বিরুদ্ধে। অভিযোগ সঙ্গে ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যও। ভিডিও ভাইরাল হওয়ার পরে মুখ্য নির্বাচনী আধিকারিককে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি। অনিয়মের অভিযোগ স্বীকার করে নিয়েছে BLO এবং তাঁর স্বামী।
হাওয়া বদলেও কাবু হচ্ছে না ডেঙ্গি। রাজ্যে আক্রান্ত ৩ হাজার পার। সবচেয়ে বেশি সংক্রমণ উত্তর ২৪ পরগনায়। ডেঙ্গি উদ্বেগের মধ্যেই প্লেটলেট ও রক্তের আকাল।
Mamata News Live : বাংলা থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, ফেরত দেওয়ার বেলায় নেই: মমতা
উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী । '৪৫ লক্ষ ৬৭ হাজার বাড়ি আগেই তৈরি করেছিলাম। কেন্দ্র অনুদান বন্ধ করার পরও ১৪ ৫০০ কোটি টাকা দিয়েছি। বাংলা থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, ফেরত দেওয়ার বেলায় নেই'
WB News Live : এবার নৌশাদ সিদ্দিকিকে দেখানো হল কালো পতাকা
এবার নৌশাদ সিদ্দিকিকে দেখানো হল কালো পতাকা। ঘুটিয়ারি শরিফে ISF বিধায়কের সঙ্গে বচসা স্থানীয়দের। প্রতিক্রিয়া মেলেনি নৌশাদের।























