Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে FIR দায়ের করতে চায় রাজ্য
State Govt On Suvendu: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চায় রাজ্য, মামলা শুনবেন বিচারপতি জয় সেনগুপ্তই..
কলকাতা: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চায় রাজ্য (State)। এফআইআর দায়ের করতে চেয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ রাজ্য। 'মামলা শোনার এক্তিয়ার রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর। কিন্তু জয় সেনগুপ্ত এখন সার্কিট বেঞ্চে রয়েছেন', তাই শুনানির জন্য অন্য বেঞ্চ নির্ধারণ করুন প্রধান বিচারপতি, আবেদন রাজ্যের। মামলা দায়েরের অনুমতি আদালতের। মামলা শুনবেন বিচারপতি জয় সেনগুপ্তই। প্রয়োজনে অনলাইনেও শুনানি হতে পারে।আগামীকাল শুনানির সম্ভাবনা।
সম্প্রতি হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিলেন প্রধান বিচারপতি। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শুভেন্দু ও শঙ্কর ঘোষ সন্দেশখালি যেতে পারবেন। কোনও সমর্থক বা দলীয় কর্মী যেন তাঁদের সঙ্গে না যান, সেটা নিশ্চিত করতে হবে। এলাকায় যেন শান্তিভঙ্গ না হয় সেটা দেখবে রাজ্য পুলিশ। নির্দেশ দেয় হাইকোর্ট।
সিঙ্গল বেঞ্চের গতকালের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। বিচারপতি জয় সেনগুপ্ত এবং বিচারপতি কৌশিক চন্দর দুটি নির্দেশকেই চ্যালেঞ্জ জানানো হয়েছে। মামলা না শোনা পর্যন্ত মৌখিক নির্দেশ দিয়ে শুভেন্দু অধিকারীর সন্দেশখালি যাত্রার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক, সওয়াল করেন রাজ্য সরকারের আইনজীবী। ধামাখালিতে শুভেন্দু অধিকারীকে আটকানো হয়েছে, দাবি করেন তাঁর
আইনজীবী।
সম্প্রতি শুভেন্দু বলেন, সন্দেশখালিকে কোনওভাবেই মমতা বন্দ্য়োপাধ্য়ায় বা তাঁর পুলিশ-প্রশাসন বা তাঁর একাংশের প্রচার যন্ত্র ভুলিয়ে দিতে পারবে না। ইটস এ বার্নিং ইস্য়ু। আর বাকি আপনারা কাল থেকেই স্পেকুলেশন করছিলেন শাহজাহান শাহজাহান ইত্য়াদি। শাহজাহানকে ধরতে রাজীব কুমার যাননি। রাজীব কুমারজি গেছিলেন ওখানে একচু মিডিয়া হাইপ টাইপ দেখতে। তারপরে ড্য়ামেজটা কতটা হয়েছে, ড্য়ামেজটা কী করে রিপেয়ার করা যায় সেগুলো করতে।' শুভেন্দুর সংযোজন,' জমিগুলো ফিরিয়ে দিতে হবে। মানে জমি ফেরানোর দরকার নেই। ওরা ফিরিয়ে নিয়েছে অলরেডি। আমি ওইদিনই বলে এসেছিলাম যাদের নামে রেকর্ড আছে, বর্গা আছে, ডিড আছে তারা নিজেরাই জমি ফেরত করিয়ে নেবেন। '
আরও পড়ুন, বেড়মজুরে তৃণমূল নেতার বাড়িতে আগুন, ফের উত্তপ্ত সন্দেশখালি
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)