West Bengal Medical Council: 'শান্তনু সেনকে পদ থেকে সরানো হোক', স্বাস্থ্য ভবনে চিঠি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতির; সংঘাত তুঙ্গে
Shantanu Sen: এক ইস্যুতে দু'টি চিঠি ঘিরে প্রশ্ন তুলল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। মেডিক্যাল কাউন্সিলের একাধিক বৈঠকে গরহাজির ছিলেন শান্তনু সেন।
কলকাতা : রাজ্য মেডিক্যাল কাউন্সিলে তৃণমূলের দুই চিকিৎসক নেতার সংঘাত তুঙ্গে । এবার শান্তনু সেনকে পদ থেকে সরাতে স্বাস্থ্য ভবনে চিঠি দিলেন সুদীপ্ত রায়। কাউন্সিলের শেষ ৬টি বৈঠকে গরহাজিরার কারণ দেখিয়ে শান্তনুকে সরানোর আর্জি। আর্জি জানিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়ের। শান্তনুর জায়গায় ওই পদে নতুন কাউকে মনোনীত করার দাবিও জানিয়েছেন তিনি। অন্যদিকে শান্তনু সেনকে সরাতে স্বাস্থ্য ভবনে পাঠানো সুদীপ্ত রায়ের চিঠি ঘিরেও বিতর্ক দানা বেঁধেছে।
এক ইস্যুতে দু'টি চিঠি ঘিরে প্রশ্ন তুলল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। মেডিক্যাল কাউন্সিলের একাধিক বৈঠকে গরহাজির ছিলেন শান্তনু সেন। স্বাস্থ্য ভবনে পাঠানো একটি চিঠিতে গরহাজির থাকা ৬টি বৈঠকের তারিখ উল্লেখ। একই ইস্যুতে আরেকটি চিঠি সামনে আনল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স। যেখানে মেডিক্যাল কাউন্সিলের আরও দু'টি তারিখের উল্লেখ। ৯ ও ১০ অগাস্টের বৈঠকের কথা উল্লেখ ছিল প্রথম চিঠিতে, পরে বাদ যায়। ৯ অগাস্ট আর জি কর মেডিক্যালে চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ওইদিন মেডিক্যাল কাউন্সিলের একাধিক প্রভাবশালীকে আরজি করে দেখা যায় বলে অভিযোগ। 'প্রথমে দু'টি তারিখ উল্লেখ থাকলেও পরে কেন বাদ?' এনিয়ে তদন্তের দাবিতে সরব জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স।
শান্তনু সেন বলেন, "চিঠির বিষয় আমি সূত্র মারফৎ জানতে পেরেছি। সেই চিঠির বিষয়ে আমার অনেক কিছু বলার আছে। কিন্তু, কোনওভাবেই আমি প্রকাশ্যে বা মিডিয়ার কাছে একটা কথাও বলব না। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের সভাপতি স্বাস্থ্য সচিবকে জানিয়েছেন, আমি মনে করি আমাদের স্বাস্থ্য সচিব অত্যন্ত দক্ষ, অত্যন্ত স্বচ্ছ একজন প্রশাসক। আমিও আমার যা যা বলার আছে, স্বাস্থ্য সচিবকে ইতিমধ্য়েই লিখিতভাবে জানিয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার চিঠিটিও স্বাস্থ্য সচিব অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন।"
অন্যদিকে, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় বলেছেন, "মেডিক্যাল কাউন্সিলের ক্লজ আছে। সেই অনুযায়ী যদি কেউ পরপর তিনটি বৈঠকে না আসেন, তাঁর নাম বাদ গেছে। সেই ক্লজ অনুযায়ী, ইতিমধ্যেই শান্তনু সেনের নাম মেডিক্যাল কাউন্সিল থেকে বাদ গেছে। একটা চিঠিতে আছে, যতবার আসেননি তা দেখানো হয়েছে। আর একটা, যে ক্লজে ওঁর নাম বাদ গেছে, সেই ক্লজটা দেখানো হয়েছে।"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে