RG Kar Issue: 'পুলিশকে বলব, সহযোগিতা করুন, আমরা ভাঙতে নয়, গড়তে এসেছি', নবান্ন অভিযান নিয়ে আর্জি ছাত্র সমাজের
West Bengal Student Association Nabannya Abhijaan: আজ সাংবাদিক সম্মেলন থেকে জানানো হয়, স্বতঃস্ফূর্তভাবে ছাত্রসমাজ পা বাড়াতে চলেছে আগামীকাল।
কলকাতা: আগামীকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ। আজ একটি সাংবাদিক সম্মেলন করে ছাত্রদের তরফ থেকে জানানো হয়, এই আন্দোলনের কোনও রাজনৈতিক রং নেই। বারে বারেই আবেদন করা হয় এই আন্দোলনকে শান্তিপূর্ণ রাখতে ও ছাত্রসমাজের বাইরে কোনও রাজনৈতিক দলকেই এই আন্দোলনে যোগদান না করতে। বাংলায় যে পরিস্থিতি আছে, সেখানে গণ আন্দোলন গুরুত্বপূর্ণ, এই বার্তাও দেওয়া হয় আজ। কী হতে চলেছে আগামীকাল নবান্ন অভিযানের রূপরেখা? এই সাংবাদিক সম্মেলন থেকেই তা আজ স্পষ্ট করে দেওয়া হল।
আজ সাংবাদিক সম্মেলন থেকে জানানো হয়, স্বতঃস্ফূর্তভাবে ছাত্রসমাজ পা বাড়াতে চলেছে আগামীকাল। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে দুপুর দুটোর সময় নবান্ন অভিযান হবে। হাওড়া স্টেশন, হাওড়া ব্রীজ, বেলেপোল, সাঁতরাগাছি, ফোর্ট উইলিয়ামের দিক থেকে নবান্নমুখী হওয়া যাবে। এছাড়া শর্ট কার্ট পথে যেতে পারেন নিজেদের মতো করেও। পুলিশ পথ আটকালে দাঁঁড়িয়ে যেতে অনুরো করা হচ্ছে ছাত্রদের। কোনও হিংসা নয়, পুলিশকে আবেদন করার কথাই বলা হচ্ছে। ছাত্রদের বিশ্বাস, প্রচুর মানুষ থাকলে পুলিশ ঠিকই রাস্তা ছেড়ে দেবে। নবান্নের কাছে চলে গেলেও, নবান্নে না ঢোকার অনুরোধ করা হচ্ছে। নবান্ন ঘিরে ধরে দাঁড়িয়ে, কেবল 'দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ' এবং 'We Want Justice' এই দুটি স্লোগানিং করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর বাইরে কোনও স্লোগান তোলার বাইরে কোনও জিনিসে আঘাত না করার কথা বলা হচ্ছে। ছাত্রসমাজের বার্তা, 'আমরা ভাঙতে নয়, গড়তে এসেছি। কোনও টিয়ার গ্যাস বা জলকামান ছাড়াই যে একটা আন্দোলন করা যায়, সেটাই দেখাতে চায় এই ছাত্রসমাজ, এমন বার্তাই দেওয়া হচ্ছে।'
ছাত্রসমাজ পুলিশের কাছে সহযোগিতার অনুরোধ জানিয়েছে। আগামীকাল যেহেতু একটি পরীক্ষা রয়েছে, তাই ছাত্রসমাজের বার্তা, কোনও পরীক্ষার্থী বা অ্যাম্বুল্যান্সের পথ ছাত্রসমাজ আটকাবে না।' পাশাপাশি ছাত্রসমাজের তরফ থেকে এই আন্দোলনের সঙ্গে বাংলাদেশের তুলনা টানতে নিষেধ করা হয়েছে। তাঁদের কথায়, পশ্চিমবঙ্গের ছাত্রসমাজ যথেষ্ট অনুভবী। তাই কেবল ছাত্ররাই স্বতঃস্ফুর্তভাবে পথে নামবে।
আরও পড়ুন: Sohini Sarkar: মা হব? এই দেশে সন্তানকে রেখে যাব? পারব না: সোহিনী
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।