Makar Sankranti 2023 Weather : মকর সংক্রান্তির আগে তাপমাত্রা চড়ছে, তবে সামনেই রাজ্যে শীতের ঝোড়ো ইনিংস, কবে
শুক্র থেকে রবিবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়বে। সোমবারের পর থেকে ফের নামতে শুরু করবে পারদ।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : মকর সংক্রান্তির স্নানের আগে এবার সাময়িক বিরতি নিয়েছে শীত। তবে রাজ্য থেকে এখনই বিদায় নিচ্ছে না শীত। যদিও ফের উর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। এক ধাক্কায় প্রায় ২ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। আজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্র থেকে রবিবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়বে। সোমবারের পর থেকে ফের নামতে শুরু করবে পারদ। আগামী সপ্তাহে রাজ্যে ঢুকতে শুরু করবে অবাধ উত্তুরে হাওয়া। তার হাত ধরে ধরে রাজ্যে ফের ঝোড়ো ইনিংস খেলবে শীত। জেলায় জেলায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে।
আজ ও আগামী সপ্তাহে শহরের তাপমাত্রার সম্ভাব্য গ্রাফটা দেখে নেওয়া যাক ।
সূত্র : https://city.imd.gov.in/
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
13-Jan | 13.0 | 26.0 | Fog/mist in the morning and mainly clear sky later | |
14-Jan | 16.0 | 27.0 | Fog/mist in the morning and mainly clear sky later | |
15-Jan | 16.0 | 28.0 | Fog/mist in the morning and mainly clear sky later | |
16-Jan | 15.0 | 26.0 | Mainly Clear sky | |
17-Jan | 14.0 | 25.0 | Mainly Clear sky | |
18-Jan | 15.0 | 26.0 | Mainly Clear sky | |
19-Jan | 14.0 | 25.0 | Partly cloudy sky |