এক্সপ্লোর
Advertisement
West Bengal Top News : করিমের অভিষেক-খোঁচা, বঙ্গে দুর্যোগের বার্তা - পড়ুন সকালের গুরুত্বপূর্ণ শিরোনাম
West Bengal Top News : করিমের অভিষেক-খোঁচা, সিবিআইয়ের স্ক্যানারে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়াল, আরও খবর।
- এক নজরে শিরোনাম
- করিমের অভিষেক-খোঁচা : বাড়িতে আসেননি অভিষেক ( Abhishek Banerjee ) ! সভাতেও ডেকে নিয়ে যাননি! এমনই দাবি করে, ইসলামপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় গেলেন না তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী ( Karim Chowdhury ) । শুধু তাই নয়! গোপন ব্যালটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিষয়টি নিয়ে চলছে রাজনৈতিক তরজা। সাম্প্রতিক অতীতে বারবার দলের শীর্ষ নেতৃত্বের দিকে আঙুল তুলেছেন ইসলামপুরের ১১ বারের বিধায়ক আব্দুল করিম চৌধুরী।
- কোথা থেকে জমা পড়ল এত টাকা? নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের স্ক্যানারে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়াল। আজই নিজাম প্যালেসে তলব করা হয়েছে। সিবিআই সূত্রে দাবি, ২ মাসে ২ কোটির টাকার বেশি ঢুকেছিল প্রবীরের অ্যাকাউন্টে। কোথা থেকে জমা পড়ল এত টাকা? জানতে চায় সিবিআই।
- বাবার পর মেয়েও তিহাড়ে : অনুব্রতর মণ্ডলের পর এবার সুকন্যা মণ্ডলের ঠিকানাও তিহাড় জেল। গরু পাচার মামলায় ১ হাজার কোটি টাকার দুর্নীতির হদিশ মিলেছে। রবিবার আদালতে বিস্ফোরক দাবি করল ইডি। যদিও জামিনের আবেদন জানাননি কেষ্ট-কন্যার আইনজীবী। সুকন্যা মণ্ডলের ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউয়ের স্পেশাল কোর্ট।
- দিলীপের খোঁচা : নবজোয়ার কর্মসূচিতে গোপন ব্যালট ঘিরে বিশৃঙ্খলা, তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। বললেন, 'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে অনেকে এসেছিলেন, তাঁরা আজ গৌণ। তৃণমূলের সিনিয়র লিডাররা হতাশায় ভুগছেন'।
- অভিষেকের টার্গেট : '২৩-এই '২৬-এর টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ২০২৬-এর বিধানসভা ভোটে, ২৪০ আসন জয়ের টার্গেট অভিষেকের। সিবিআই, ইডি দিয়ে ভয় দেখিয়ে লাভ হবে না, চোপড়ার সভা থেকে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
- সাংসদ দেবের পদত্যাগ চাইলেন বিজেপি বিধায়ক : আবাস-যোজনায় তাঁর জেঠতুতো ভাইয়ের কাটমানি-অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ দেবের জবাব চাইল বিজেপি। ঘাটালজুড়ে পোস্টার ও দেওয়াল লিখন বিজেপির। দেওয়াল লেখার ফাঁকে ঘাটালের সাংসদ দেবের পদত্যাগ চাইলেন বিজেপি বিধায়ক শীতল কপাট।
- কুড়মি আন্দোলন : বঞ্চনার প্রতিবাদে এবার ডান-বাম যে কোনও রাজনৈতিক দলের সংযোগ এড়িয়ে চলার সিদ্ধান্ত নিল কুড়মি সমাজ। রেল-সড়ক অবরোধের পর এবার তাদের নতুন কর্মসূচি, মরদ ঢুঁড়া। অর্থাৎ কুড়মিদের হয়ে যেসব পুরুষেরা কাজ করবেন, তাদেরকে খুঁজে বার করা। তবে এর জন্য় শর্ত আরোপ করা হয়েছে। কেউ কোনও রাজনৈতিক দলের পদে থাকলে, বা জনপ্রতিনিধিদের পদত্যাগ করতে হবে।
- সোহম-সাহিলের সাফল্য : সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স মেনে, রাজ্যে সম্ভাব্য প্রথম সোহম দাস। সর্বভারতীয় ক্ষেত্রে তাঁর র্যাঙ্ক ২৬। রাজ্যে সম্ভাব্য পঞ্চম, সাহিল আখতার। বিশেষভাবে সক্ষম এই পড়ুয়া দেশের মধ্যে ২৬১ তম স্থান পেয়েছেন। সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় কীর্তন সাহা, এবং সম্ভাব্য তৃতীয় সৌহার্দ্য দন্ডপাট।
- গোপন ব্যালটে ফের হাতাহাতি : ক্যাম্পে অভিষেক, কাছেই হাতাহাতিতে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী! কোচবিহার, জলপাইগুড়ির পর উত্তর দিনাজপুর। করণদিঘিতে তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে গোপন ব্যালটের সময় ফের হাতাহাতি। প্রার্থী ঠিক করা নিয়ে হাপ্তিয়াগাছ গ্রাম পঞ্চায়েতের বুথে অশান্তি, মারপিট। চোপড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বুথেও অশান্তি।
- দুর্যোগের পূর্বাভাস : আজও রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যু- সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে।
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement