West Bengal Weather : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, বঙ্গে হবে উথাল-পাথাল বৃষ্টি? মিটবে ঘাটতি?
West Bengal Weather Update : একুশে জুলাই বৃষ্টি বাড়তে পারে রাজ্যে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : দেরিতে খেলতে নেমেও সেভাবে ব্যাট চালাতে পারেনি বর্ষা (Rain) । তাই বৃষ্টির ঘাটতি বেড়ে চলেছে দক্ষিণ বঙ্গে। বঙ্গোপসাগরে (Bay of Bengal) সহায়ক পরিবেশ তৈরি না হওয়ায় এই ঘাটতি বলে মনে করছেন আবহবিদরা (IMD) । আগামী এক সপ্তাহ যে পরিমাণ বৃষ্টি হবে, তাতে এই ঘাটতি না কমে, আরও বাড়ার সম্ভাবনা।
তৈরি হয়েছে ঘুর্ণাবর্ত, বঙ্গে প্রভাব ?
এরই মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘুর্ণাবর্ত। ওড়িশা সংলগ্ন উপকূলে এর প্রভাব পড়বে। আগামী ৪৮ ঘন্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। অভিমুখ থাকবে ওড়িশার দিকে। মৌসুমী অক্ষরেখা ওড়িশার কটকের উপর দিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত।
একুশে জুলাই বৃষ্টি হবে ?
একুশে জুলাই বৃষ্টি বাড়তে পারে রাজ্যে (West Bengal Weather Update)। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে শুক্রবার একুশে জুলাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। বর্ষাকালের স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে।
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় যদি অস্বস্তি হবে। আপাতত তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। আজও কাল বৃষ্টি কিছুটা কম হলেও বৃষ্টি বাড়তে পারে শুক্রবার।
বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। ওপরের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। আপাতত তাপমাত্রার কোন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টি চলবে । বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার এক ডিগ্রি বেশি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি। যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯৪ শতাংশ।
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন