Bankura Weather: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, আজ বাঁকুড়ার আবহাওয়া কেমন থাকবে?
Bankura Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
![Bankura Weather: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, আজ বাঁকুড়ার আবহাওয়া কেমন থাকবে? West Bengal Weather Forecast depression thunderstorm kolkata districts rain updates 30 September Bankura Weather: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, আজ বাঁকুড়ার আবহাওয়া কেমন থাকবে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/30/14f6148eb9ef8e754b9a5852b5ecfcef1696066809725223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বাঁকুড়া: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। পুজোর আগে যখন-তখন আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। সপ্তাহের মাঝামাঝি আবহাওয়া বদলের সম্ভাবনা।
ভৌগলিক অবস্থান (Bankura Geographical Location): পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত একটি শহর। এই শহর বিষ্ণুপুর শহর থেকে ৮ কিলোমিটার উত্তরে অবস্থান। প্রাচীন যুগে বাঁকুড়া জেলা ছিল রাঢ় অঞ্চলের অধীনস্থ। বাঁকুড়া জেলা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের অন্তর্গত পাঁচটি জেলার অন্যতম একটি জেলা। এই জেলার উত্তরে ও পূর্বে বর্ধমান, দক্ষিণে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ-পূর্ব হুগলি এবং পশ্চিমে পুরুলিয়া জেলা। দামোদর নদ বাঁকুড়া ও বর্ধমান জেলাদুটিকে পৃথক করেছে। জেলার পূর্ব ও উত্তর-পূর্ব ভাগের জমি নিচু ও উর্বর পলিমাটিযুক্ত। পশ্চিম ভাগের জমি ধীরে ধীরে উঁচু হয়েছে। এই অঞ্চলে স্থানে স্থানে ছোটোখাটো টিলা দেখতে পাওয়া যায়। দামোদর নদ এই জেলার উত্তর সীমানা দিয়ে বয়ে গেছে।
আপেক্ষিক জলবায়ু: বাঁকুড়ার গ্রীষ্মে খুব উষ্ণ জলবায়ু এবং শীতকালে ততটাই শীতল তাপমাত্রা থাকে। বৃষ্টিপাত বেশিরভাগ জুন থেকে সেপ্টেম্বর এবং বার্ষিক পরিমাণ প্রায় ১৫০০ মিমি মধ্যে হয়। ২০১৯-এ এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৭.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৯ জানুয়ারি ২০১৩-তে ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুর অন্তর্গত। চরমতম আবহাওয়া থাকে এই জেলায়। গ্রীষ্মকালে যতটা তাপমাত্রা বৃদ্ধি হয়, শীতকালেও তেমন তাপমাত্রার পারদ পতন হয়।
বাঁকুড়ার আজকের আবহাওয়া (Bankura Weather):
বাঁকুড়ায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৬৯ শতাংশ, ন্যূনতম ৪৬ শতাংশ।
অন্যান্য
সূর্যোদয়-ভোর ৬.৫২
সূর্যাস্ত- বিকেল ৬.১৬
চন্দ্রোদয়- বিকেল ৩.১৫
চন্দ্রাস্থ- ৪.৪৩
বঙ্গের আবহাওয়া (West Bengal Weather)
কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে শরতের আকাশ কালো করে যখন-তখন ঝেঁপে বৃষ্টি নামছে। জেলায় জেলায় একই ছবি। শনিবার সুন্দরবন এলাকায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। এর মধ্যেই কটাল ও নিম্নচাপের জোড়া ফলায় সাগর, নামখানা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ ব্লকে বেহাল বাঁধ ভাঙার আশঙ্কা তৈরি হয়েছে। সমুদ্র উত্তাল থাকায়, মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ইলিশের মরশুম হওয়া সত্ত্বেও ফিরে আসছে মাছ ধরার ট্রলার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)