Weather Today: মকর সংক্রান্তির আগে ঊর্ধ্বমুখী তাপমাত্রা, কমছে শীতের দাপট?
Weather Alert: রবিবার বৃষ্টির আশঙ্কা পশ্চিমের জেলায়। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, মকর সংক্রান্তির আগে বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। কিছুদিনের জন্য কমবে শীতের আমেজ। শীত ফিরবে ১০ জানুয়ারির পর। শীতের দ্বিতীয় ইনিংস কমপক্ষে ৫ থেকে ৭ দিন স্থায়ী হতে পারে।
ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ শ্রীলংকা উপকূলে। এছাড়াও আরও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে একটি উত্তর-পূর্ব বিহারে এবং অন্যটি হরিয়ানাতে। একটি অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশের থেকে দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ রেখা সুস্পষ্ট নিম্নচাপে পরিনত। এর অভিমুখ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে।
রবিবার বৃষ্টির আশঙ্কা পশ্চিমের জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্র ও শনিবার ৫ ও ৬ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা বেশি। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।
১০ জানুয়ারি থেকে শীতের নতুন স্পেল। ডিসেম্বরে দশ দিনের স্পেল ছিল। আবারো নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে ১০ জানুয়ারির পর। আগামী দু-তিন দিন ঘন কুয়াশার দাপট থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকায়। বাকি উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। একই রকম তাপমাত্রা থাকবে আগামী কয়েক দিন। দার্জিলিং ও কালিম্পং ও সহ সিকিম ও পার্বত্য উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪ দিন দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে সিকিমের উপর দিয়ে।
রাতের তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে ফের বেড়ে ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এ সপ্তাহেই ১৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে কলকাতার রাতের তাপমাত্রা। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। পরে মূলত পরিষ্কার আকাশ। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে আরো একবার শীতের স্পেল।
দেশের অন্যান্য রাজ্য
দক্ষিণ ভারতের তামিলনাডু কেরল মাহে পন্ডিচেরি সহ করাইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের কিছু অংশ বিহার ঝাড়খন্ড ছত্রিশগড় উড়িষ্যা সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে। ঘন থেকে অতি ঘন কুয়াশা সতর্কতা, পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশে। ঘন কুয়াশার সম্ভাবনা ওড়িশা ঝাড়খন্ডেও। আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরা উত্তর -পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে কুয়াশার দাপট থাকবে।
কোল্ড ডে পরিস্থিতি উত্তর-পশ্চিমের সমতল এলাকায়। পাঞ্জাব এবং হরিয়ানাতে সবথেকে বেশি শীতল দিনের সম্ভাবনা। শীতল দিনের পরিস্থিতি বিহার মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশের কিছু অংশে।