West Bengal Weather News : উত্তর বঙ্গোপসাগরে তৈরি সুস্পষ্ট নিম্নচাপ, এ রাজ্যে কি দুর্যোগের ইঙ্গিত?
West Bengal Rain Prediction : বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে রয়েছে এই নিম্নচাপের অভিমুখ। শক্তি বাড়িয়ে আগামী ২৪ ঘন্টায় এটি গভীর নিম্নচাপে পরিণত হবে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : বেশ কয়েকদিন ধরেই নিম্নচাপের সম্ভাবনার কথা শুনিয়ে যাচ্ছিল আবহাওয়া দফতর। পূর্বাভাস মতোই, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ । বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে রয়েছে এই নিম্নচাপের অভিমুখ। শক্তি বাড়িয়ে আগামী ২৪ ঘন্টায় এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এর সরাসরি প্রভাব পড়বে না এরাজ্যে। মৌসুমী অক্ষরেখা এখনও আমাদের রাজ্যের ওপরে নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের থেকে বেশ কিছুটা বেশি। উত্তরবঙ্গে বুধবার থেকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়বে আগামীকাল বৃহস্পতিবার থেকে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার - এই তিন জেলায় বিক্ষিপ্ত ভাবে দু' এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত উপরের পাঁচ জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির জেরে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। শুক্রবারের পর বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে।
স্বস্তি নেই দক্ষিণবঙ্গে
দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি হবে। তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ওড়িশা ও উপকূল সংলগ্ন কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার থেকে সোমবারের মধ্যে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি অব্যাহত। বেশ কিছু জেলায় ৫০ শতাংশের বেশি ঘাটতি রয়েছে। আগামী পাঁচ থেকে সাত দিনে খুব বেশি বৃষ্টির সম্ভবনা না থাকায়, ঘাটতি মেটার সম্ভাবনা আপাতত নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ধান চাষ সহ কৃষি কাজে প্রভাব ফেলতে পারে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশই থাকবে। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
একনজরে দেখে নেওয়া যাক, আগামী ৭ দিন কলকাতার তাপমাত্রা কেমন থাকতে পারে -
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
26-Jul | 28.0 | 34.0 | Partly cloudy sky with one or two spells of rain or thundershowers | |
27-Jul | 27.0 | 33.0 | Partly cloudy sky with one or two spells of rain or thundershowers | |
28-Jul | 28.0 | 33.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
29-Jul | 28.0 | 33.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
30-Jul | 28.0 | 3.0 | Partly cloudy sky with one or two spells of rain or thundershowers | |
31-Jul | 28.0 | 33.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm | |
01-Aug | 28.0 | 33.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm |