South Bengal Weather: মেঘে ঢাকবে দক্ষিণবঙ্গের আকাশ! ফের বৃষ্টি! কবে আসবে শীত?
WB Weather Update: কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামতে পারে। পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের (cyclone michaung) অবশিষ্ট অংশ নিম্নচাপ হয়ে নিম্নচাপ হয়ে অবস্থান করছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে। এর প্রভাবে রাতের তাপমাত্রা এক ধাক্কায় স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেড়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির (Rain Forecast) সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও (Kolkata weather)। উত্তরবঙ্গে পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। শুক্রবারের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন (Weather Forecast) হবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামতে পারে। পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে (North Bengal) পার্বত্য এলাকা ছাড়া আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। বাকি ওপরের জেলাতে একই রকম পরিবেশ শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন। তবে বিক্ষিপ্তভাবে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা এর প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। উত্তরপূর্ব ভারত লাগোয়া জেলাগুলি এবং পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা।
বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও (Kolkata weather)
কলকাতায় (Kolkata Weather) আজও মেঘলা আকাশ ছিল। বুধবার অল্প বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও হালকা মাঝারি দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শীতের আমেজও তেমন নেই। শুক্রবারের পর এর আবহাওয়ার পরিবর্তন। সকাল সন্ধ্যা শীতের হালকা আমেজ অনেকটাই উধাও। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি বেড়ে গেল। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শীতের আমেজ ফিরতে পারে সপ্তাহের শেষে।
আরও পড়ুন: পঞ্চায়েত অফিসে হঠাৎ হাজির BDO, সময় মতো অফিসে না আসায় স্বাস্থ্য কর্মীকে ধমক