(Source: ECI/ABP News/ABP Majha)
Weather Update : শীতে কাঁপছে বাংলার এই জেলাগুলি, তাপমাত্রা নামতে পারে ৫ ডিগ্রিতেও !
West Bengal Winter Update : শীতে কাঁপছে পশ্চিমাঞ্চলের সব জেলাই। এই সব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৫ ডিগ্রিতেও !
সঞ্চয়ন মিত্র, কলকাতা : কলকাতায় সোমবার এক ডিগ্রি তাপমাত্রা বাড়লেও, দু-এক দিনে রীতিমতো শীত কামড় বসাবে বাংলায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত তৈরি হয়েছে কোল্ড প্যাসেজ। শীতে কাঁপছে পশ্চিমাঞ্চলের সব জেলাই। এই সব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৫ ডিগ্রিতেও !
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু'দিনে তাপমাত্রা নামবে আরও। শীতের ইনিংস হবে আরও লম্বা। দক্ষিণবঙ্গে অবাধ চলছে উত্তুরে হাওয়া। তাই বুধবারের মধ্যে আরও ২ ডিগ্রি নামতে পারে পারদ। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে পারদ নিম্নমুখী। সেখানেও আপাতত শীত থাকবে আগামী শুক্রবার পর্যন্ত।
এক নজরে রাজ্যের বিভিন্ন জায়গার তাপমাত্রা
- আসানসোল ১২.৯
- অশোকনগর ১১.৩
- বাঁকুড়া ১০.৭
- বিষ্ণুপুর ১০.৭
- বর্ধমান ১১
- কোচবিহার ১০.৭
- দার্জিলিং ৫.২
- জলপাইগুড়ি ১১.১
- কালিম্পং ৯.৩
- মুর্শিদাবাদ ১১.৪
- কৃষ্ণনগর ১২
- পুরুলিয়া ১০.১
- শ্রীনিকেতন ১০.৬
- বোলপুর ১১.৪
আরও পড়ুন :
আগামীকালই কি প্রচণ্ড শীতে কাঁপবে বাংলা ? কী পূর্বাভাস দিল আবহাওয়া দফতর ?
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দুদিন আরও তাপমাত্রা কমতে পারে। মঙ্গল - বুধবার নাগাদ তাপমাত্রা আরও দু ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। আপাতত শীতের স্পেল জারি থাকবে। সোমবার কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কোথাও কোথাও ১০ এর নিচে নেমে গিয়েছে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে কার্যত দাপটে ব্যাট করছে শীত। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
এক নজরে বাংলার বিভিন্ন জায়গার ওয়েদার রিপোর্ট , জানাচ্ছে মৌসম ভবনের ওয়েবসাইট https://mausam.imd.gov.in/
Date: 2023-12-18 | |||||||
Station | Max Temp (oC) | Dep. from Normal | Min Temp (oC) | Dep. from Normal | RH at 0830IST | RH at 1730IST | Rainfall (mm) |
আসানসোল | 25.5 (17/12) | 1 | 12.9 | 1 | 75 | 57 (17/12) | NIL |
অশোকনগর | 25.3 (17/12) | -- | 11.3 | -- | -- | -- | NIL |
বহরমপুর | 23.6 (17/12) | -3 | 14.2 | 1 | 91 | 80 (17/12) | NIL |
বাঁকুড়া | 25.5 (17/12) | 0 | 10.7 | -2 | 76 | 57 (17/12) | NIL |
বিষ্ণুপুর | 25.5 (17/12) | 0 | 10.7 | -2 | 76 | 57 (17/12) | NIL |
বর্ধমান | 25.5 (17/12) | -1 | 11.0 | -2 | 79 | 82 (17/12) | NIL |
কোচবিহার | 27.1 (17/12) | 2 | 10.7 | 0 | 74 | 81 (17/12) | NIL |
দার্জিলিং | 14.2 (17/12) | 1 | 5.2 | 2 | 77 | 76 (17/12) | NIL |
ডায়মন্ডহারবার | 27.5 (17/12) | 1 | 13.9 | -1 | 87 | 66 (17/12) | NIL |
দিঘা | 27.0 (17/12) | 1 | 12.0 | -2 | 73 | 60 (17/12) | NIL |
জলপাইগুড়ি | 28.7 (17/12) | 2 | 11.1 | -1 | 85 | 73 (17/12) | NIL |
কালিম্পং | 14.5 (17/12) | -2 | 9.3 | 1 | 75 | 71 (17/12) | NIL |
কলকাতা - আলিপুর | 25.3 (17/12) | -1 | 14.1 | -1 | 80 | 60 (17/12) | NIL |
কলকাতা- দমদম |
25.6 (17/12) | 0 | 13.8 | 0 | 63 | 50 (17/12) | NIL |
কলকাতা - হাওড়া |
25.0 (17/12) | -1 | 11.5 | -2 | 79 | 60 (17/12) | NIL |
কলকাতা - সল্টলেক |
26.4 (17/12) | 1 | 14.9 | 1 | 58 | 57 (17/12) | NIL |
কৃষ্ণনগর | 23.4 (17/12) | -3 | 12.0 | -1 | 81 | 53 (17/12) | NIL |
মালদা | 24.6 (17/12) | 0 | 14.9 | 1 | 65 | 70 (17/12) | NIL |
মায়া বন্দর | 29.2 (17/12) | 0 | 24.8 | 2 | 80 | 76 (17/12) | NIL |
মেদিনীপুর | 25.0 (17/12) | 0 | 12.6 | -1 | 73 | 55 (17/12) | NIL |
মুর্শিদাবাদ | 25.8 (17/12) | -- | 11.4 | -- | -- | -- | NIL |
পুরুলিয়া | 25.0 (17/12) | 1 | 10.1 | -1 | 77 | 39 (17/12) | NIL |
রতুয়া | 24.4 (17/12) | -- | 11.3 | -- | 61 | 93 (17/12) | NIL |
শান্তিনিকেতন - বোলপুর |
25.7 (17/12) | -- | 11.4 | -- | 68 | 63 (17/12) | NIL |
শিলিগুড়ি | 28.3 (17/12) | -- | 10.0 | -- | 75 | 79 (17/12) | NIL |
শ্রীনিকেতন | 24.3 (17/12) | -1 | 10.6 | -2 | 76 | 67 (17/12) | NIL |
সুন্দরবন | 25.0 (17/12) | -1 | 14.0 | -3 | 74 | 59 (17/12) | NIL |