Weather Today: ভাইফোঁটার পর ফের বৃষ্টির আশঙ্কা রাজ্যে? বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর
Weather Forecast: হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, ১৫ তারিখ বুধবার দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যবর্তী কেন্দ্রে নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে পূর্বাভাস।
কলকাতা: উত্তুরে হাওয়ার হাত ধরে নামছে পারদ (Temperature)। হেমন্তেই বাংলাজুড়ে শীতের (Winter) আমেজ এসেছে। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ভাই ফোঁটা পর্যন্ত রাজ্যে বৃষ্টি নেই। প্রধানত শুষ্ক আবহাওয়া বাংলা (West Bengal ) জুড়ে। নতুন করে আর তাপমাত্রা কমার বা বাড়ার পূর্বাভাস নেই বুধবার পর্যন্ত।
হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, ১৫ তারিখ বুধবার দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যবর্তী কেন্দ্রে নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে পূর্বাভাস। এর জেরে বাড়বে তাপমাত্রা। বাড়বে জলীয় বাষ্পপূর্ণ অস্বস্তি। বাড়বে বৃষ্টিপাতের সম্ভবনা।
এও জানান হয়েছে, ১৬ এবং ১৭ নভেম্বর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু জেলা এবং উপকূল বা তার লাগোয়া দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং দু এক পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে।
তার আগে কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, কালীপুজো ও দীপাবলিতে শুষ্ক আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রায় কোনো উল্লেখ যোগ্য উত্থান পতন না থাকায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা হিমেল পরশ বহাল। পশ্চিমাঞ্চলের জেলায় ভোরে ও রাতে হালকা শীতের পরশ অনুভূত হবে। কলকাতায় তাপমাত্রা ২১ থেকে ২২ এর ঘরে থাকবে। পশ্চিমাঞ্চলের কিছু জেলায় তা ১৭ থেকে ১৮ এর মধ্যে থাকবে।
আরও পড়ুন, এবার ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ! অভিনব উদ্যোগ শহরে
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
ভাই ফোঁটা পর্যন্ত শুষ্ক আবহাওয়া। ভোরে ও রাতে হালকা হিমেল পরশ। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। বুধবারের পর তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা বাড়বে। বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়। কাল দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি। আজ ভোরের তাপমাত্রা ২১.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। সর্বনিম্ন ৫০ শতাংশ।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আলাদা করে উল্লেখ যোগ্য কোনো রদবদল নেই। পার্বত্য এলাকায় আজও বিক্ষিপ্তভাবে খুব সামান্য বৃষ্টি। সমতল, তরাই ও ডুয়ার্স শুষ্ক এবং মনোরম আবহাওয়া।
দেশে তুষারপাত
হিমাচল, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর লাদাখে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজও তুষার পাতের সম্ভবনা।