West Bengal Weather: দক্ষিণে তীব্র গরমে ইতি? সপ্তাহান্তেই বৃষ্টিভেজা দক্ষিণবঙ্গ! আপনার জেলায় বৃষ্টি হবে?
Rain Update in South Bengal: তিনদিনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, দক্ষিণবঙ্গে বর্ষা পৌঁছনোর অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি।
কলকাতা: একটাই রাজ্য। তার একদিকে ভাসিয়ে দিচ্ছে বৃষ্টি (Rain Update in South Bengal)। অন্যদিকে তীব্র তাপদাহে ওষ্ঠাগত হচ্ছে প্রাণ। ১৩-১৭ জুনের জন্য গোটা উত্তরবঙ্গে ভারী বর্ষার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবার উল্টোদিকে দক্ষিণবঙ্গে ১৩-১৫ জুন চরম তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া (Kolkata Weather)। তবে তিনদিনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, দক্ষিণবঙ্গে বর্ষা (Monsoon in West Bengal) পৌঁছনোর অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির দাপট চলবে। এমনই জানাল আবহাওয়া দফতর।
আগামীকাল, ১৪ জুন, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ারের কিছু এলাকাতেও রয়েছে লাল সতর্কতা। দার্জিলিং ও কোচবিহার জেলায় রয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা হয়েছে তাপপ্রবাহের।
লাগাতার বৃষ্টি ও দুর্যোগে বিপর্যয়ের ভ্রুকুটি উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে। গোটা দক্ষিণবঙ্গ তখন হাঁসফাঁস করছে প্যাচপ্যাচে গরমে। কলকাতা থেকে কাকদ্বীপ, ব্যারাকপুর থেকে বর্ধমান বৃষ্টির আশায় চেয়ে রয়েছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে এখনই কোন আশার বাণী নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে উত্তর দিনাজপুরের ইসলামপুর পর্যন্ত বর্ষা ঢুকে গেলেও, তা দক্ষিণবঙ্গে পৌঁছনোর অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি। এই পরিস্থিতিতে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়ার দাপট চলবে হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ-সহ বিভিন্ন জেলায়। বর্ষা আসার অনুকূল পরিস্থিতি এখনই নেই বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত।
বর্ষার অঝোর ধারা এখনই না মিললেও, জ্বালা-জুড়নো শান্তিজলের ছিটেফোঁটাও কি পাবে না দক্ষিণবঙ্গ? তাপদাহের পরিস্থিতির মধ্যে এই প্রশ্নটা জোরাল হচ্ছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার দুপুরের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হতে পারে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণে যখন তীব্র দহনজ্বালা, তখন বৃষ্টিতে নাকানিচোবানি খাচ্ছে উত্তরের বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টির জেরে তিস্তা ফুলে ফোঁপা ওঠায় জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিঙের বিভিন্ন জায়গায় পরিস্থিতি ঘোরাল হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টি ও দুর্যোগ চলবে। দার্জিলিং, কালিম্পং., জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মোদিকে Skullcap পরতে দেখতে চান নাসিরউদ্দিন! কেন? খোলসা করলেন নিজেই