Weather Update: ৭-১১ সেমি হতে পারে বৃষ্টিপাতের পরিমাণ ! বজ্রপাত-সহ প্রবল বর্ষণের আশঙ্কা রাজ্যজুড়ে, আগামীকাল কেমন আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ?
West Bengal Weather Update : আজ থেকে শুক্রবার অবধি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, প্রবল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলা সতর্কতার আওতায় ? দেখুন একনজরে

কলকাতা: আজ থেকে ২৩ তারিখ অবধি কলকাতার জন্য ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একের পর এক জেলায় বজ্রবিদ্যুৎ প্রবল বর্ষণের আশঙ্কার কথা জানিয়েছে IMD.
আরও পড়ুন, পাক-হ্যান্ডলারদের সাহায্যে বাংলাদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল জ্যোতি? ক্রমশ ঘনীভূত রহস্য
দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে ঝড় ও বৃষ্টির আশঙ্কা ?
| কবে কোন তারিখে ? | কোন কোন জেলায় বৃষ্টি ? | বাজ পড়বে ? | ঝড়ের বেগ কত থাকবে ? |
| ২০ মে, মঙ্গলবার | ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া , হুগলি, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ | হ্যাঁ, আশঙ্কা রয়েছে, সতর্কতা জারি | ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টায় |
| ২১ মে, বুধবার | দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস | হ্যাঁ, আশঙ্কা রয়েছে, সতর্কতা জারি | ৩০ থেকে ৪০ কিমি প্রতিঘণ্টায় |
| ২২ মে, বৃহস্পতিবার | দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস | হ্যাঁ, আশঙ্কা রয়েছে, সতর্কতা জারি | ৩০ থেকে ৪০ কিমি প্রতিঘণ্টায় |
| ২৩ মে, শুক্রবার | পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া | হ্যাঁ, আশঙ্কা রয়েছে, সতর্কতা জারি | ৪০ থেকে ৫০ কিমি উল্লেখিত জেলায়, বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিমি |
উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে ঝড় ও বৃষ্টির আশঙ্কা ?
| কবে কোন তারিখে ? | কোন কোন জেলায় বৃষ্টি ? | বাজ পড়বে ? | ঝড়ের বেগ কত থাকবে ? |
| ২০ মে, মঙ্গলবার | দুই দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বর্ষণ | হ্যাঁ, আশঙ্কা রয়েছে, সতর্কতা জারি | ৪০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টায় |
| ২১ মে, বুধবার | দুই দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা-মাঝারি- ভারী বর্ষণ | হ্যাঁ, আশঙ্কা রয়েছে, সতর্কতা জারি | ৩০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টায় |
| ২২ মে, বৃহস্পতিবার | দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ভারী বর্ষণ | হ্যাঁ, আশঙ্কা রয়েছে, সতর্কতা জারি | ৩০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টায় |
| ২৩ মে, শুক্রবার | দুই দিনাজপুর ,মালদায় হালকা-মাঝারি, বাকি জেলাতেও একই থাকবে শুধু ঝড়ের বেগ পরিবর্তন হবে | হ্যাঁ, আশঙ্কা রয়েছে, সতর্কতা জারি | ৩০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টায় |
বজ্রপাত ও ভারী বৃষ্টিপাত জনিত সম্ভাব্য প্রভাব:
১. দন্ডায়মান শাক-সবজি এবং উদ্যানপালনের কিছু ক্ষতি হতে পারে।
২. খোলা মাঠে বজ্রপাতের আশঙ্কা।
৩. অস্থির বা নিরাপত্তাহীন কাঠামোর ক্ষতি হতে পারে।
৪. শহরাঞ্চলে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে।
৫. দার্জিলিং, কালিম্পং পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা।






















