Medinipur Weather: কড়া রোদ, বিকেলে আংশিক মেঘলা আকাশ! দুই মেদিনীপুরে আবহাওয়া কেমন?
Medinipur Weather Update: কেমন থাকবে মেদিনীপুরের আবহাওয়া? আকাশে মেঘের দেখা মিলবে। যদিও বৃষ্টির সম্ভাবনা নেই।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ মঙ্গলবার। দিনভর গরম থাকবে। গরমের কারণে অস্বস্তি বাড়বে। সকাল থেকেই কড়া রোদের দেখা মিলবে। আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়া হবে। এদিন জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। রাতের আকাশ মোটের উপর পরিষ্কার এবং বেশ গরম থাকবে। গরম অনুভূত হবে রাতেও। রাতের দিকে অল্প মেঘ দেখা যেতে পারে। এ দিন পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিন UV Index-১৩ এর আশেপাশে থাকছে। সোমবার জেলায় হাওয়ার গতিবেগ ২০-২১ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৩৫-৩৬ কিলোমিটারের আশেপাশে উঠতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা ৪ শতাংশ। (Weather forecast of Purba Medinipur-Digha)।
আগামীকাল কেমন আবহাওয়া:
বুধবার গরম থাকবে জেলায়। রোদের দেখা মিলবে। তবে মাঝে মাঝে আকাশে মেঘের দেখা মিলবে। খুব গরম থাকবে জেলায়। উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে জেলায়। বিকেলের পরে কোনও কোনও এলাকায় সামান্য হাওয়া বইতে পারে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস হবে। রাতের তাপমাত্রা হবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মতো। জেলায় হাওয়ার গড় গতিবেগ ২২-২৩ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ৪১-৪২ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। সকালে Real Feel প্রায় ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। UV Index-১৩-এর আশেপাশে থাকবে।
আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৬টা ২৫ মিনিটে। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৪টা ৫৬ মিনিট।
পশ্চিম মেদিনীপুর:
মঙ্গলবার সকালে জেলার আকাশে রোদ থাকবে। বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ। এদিন বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও নেই। এদিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস হবে। রাতের তাপমাত্রা হবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মতো। গরম থাকবে। জেলায় হাওয়ার গড় গতিবেগ ২২-২৩ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দিনের বেলা আর্দ্রতার পরিমাণ ৫৯ শতাংশ। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে ৭৮ শতাংশের কাছাকাছি থাকবে।
বুধবার জেলায় কখনও রোদ, কখনও আবার মেঘের দেখা মিলবে। বেশি মেঘ দেখা যাবে না। এদিনের বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মতো। রাতের তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬২ শতাংশে, রাতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮০ শতাংশ।
আরও পড়ুন: মোদির মন্ত্রিসভায় কোন দায়িত্বে শাহ? জয়শঙ্করের হাতে কোন মন্ত্রক? কে কোন দায়িত্বে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।