PM Modi Cabinet: মোদির মন্ত্রিসভায় কোন দায়িত্বে শাহ? জয়শঙ্করের হাতে কোন মন্ত্রক? কে কোন দায়িত্বে?
Modi Cabinet Minister: এই দফায় কার হাতে কোন মন্ত্রক থাকছে? কোনও বদল হচ্ছে? না কি কোনও বদল নয়?
নয়া দিল্লি: তৃতীয় দফাতেও গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে পুরনো মুখই। গুরুত্বপূর্ণ মন্ত্রক থাকল বিজেপির হাতেই।
ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে অমিত শাহ (Amit Shah)। ফের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ (Rahnath Singh)। কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রীর দায়িত্বেই রইলেন নিতিন গডকড়ী (Nitin Gadkari)। অজয় টামটা, হর্ষ মল্লোহা কেন্দ্রীয় সড়ক পরিবহণ প্রতিমন্ত্রী ফের বিদেশমন্ত্রী হলেন এস জয়শঙ্কর (S Jaishankar)। ফের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
মোদি মন্ত্রিসভায় বড় মন্ত্রকগুলি নিজের হাতেই রাখল বিজেপি। মন্ত্রিসভার বণ্টনে পুরনো সঙ্গীদের উপরেই ভরসা করলেন নরেন্দ্র মোদি। ৪টি হেভিওয়েট মন্ত্রক- অর্থনীতি, প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক, স্বরাষ্ট্র- এগুলিতে গতবার যাঁরা দায়িত্বে ছিলেন, এবারও তাঁরাই ওই দায়িত্বে এলেন। রেল মন্ত্রকের দায়িত্বের পাশাপাশি এবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্বও দেওয়া হল অশ্বিনী বৈষ্ণবকে। আগে স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন জেপি নাড্ডা। মন্ত্রিসভায় ফিরিয়ে ফের তাঁকে ওই মন্ত্রকের দায়িত্বই দেওয়া হল।
বাকি কোন মন্ত্রক কার দায়িত্বে?
কেন্দ্রীয় বিদ্যুৎ-নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর। কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের দায়িত্বে জিতনরাম মাঝি। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। কৃষির সঙ্গে কিষাণ কল্যাণ-পঞ্চায়েতমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসোয়ান। রেলের সঙ্গে তথ্য সম্প্রচারমন্ত্রকের দায়িত্বে অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হলেন জেপি নাড্ডা। টিডিপি সাংসদ রাম মোহন নাইডুর হাতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। গুজরাতের বিজেপি সাংসদ সিআর পাতিলের হাতে জলশক্তি মন্ত্রক। কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবী। পেট্রোলিয়াম মন্ত্রীই রইলেন হরদীপ সিংহ পুরী। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। টেলিকম মন্ত্রী হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী।
আগের বারের মতোই জাহাজপ্রতিমন্ত্রীই রইলেন বাংলার শান্তনু ঠাকুর। জোড়া মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শিক্ষার সঙ্গে উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
আবাস যোজনা নিয়ে সিদ্ধান্ত:
তৃতীয় মোদি মন্ত্রিসভার প্রথম বৈঠকে আবাস যোজনা নিয়ে সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও ৩ কোটি বাড়ি দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মণিপুরে নিরাপত্তাবাহিনীর কনভয়ে জঙ্গি হামলা, জখম ১ নিরাপত্তারক্ষী