Weather Update: এগিয়ে আসছে বর্ষা! দক্ষিণবঙ্গে বাড়বে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ
West Bengal Weather Today: আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: রাজ্যে ধীরে ধীরে বাড়বে বৃষ্টিপাতের (Rain) পরিমাণ। এবছর দেশে বর্ষার (Monsoon) প্রবেশ ঘটবে সময়ের আগেই, এমনটাই জানিয়েছিল মৌসম ভবন। এদিন আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানিয়ে দেওয়া হয় যে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্র ও শনিবার কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জুড়ে বর্ষা চলছে। আন্দামান সাগর পেরিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের অনেকটা অংশে ঢুকে পড়েছে। পরিস্থিতি অনুকূল আগামী কয়েকদিন ধীরে ধীরে এগোবে বর্ষা।
তবে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ গরম ও অস্বস্তি থাকবে। আর বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে।
আরও পড়ুন, গরু পাচারকাণ্ড মামলায় হাজিরা দিতে সিবিআই দফতরে তৃণমূল নেতা
হাওয়া অফিসের তরফে জানান হয়েছে দক্ষিণ পশ্চিম বায়ু শক্তিশালী হয়েছে। রাজস্থান থেকে উত্তর প্রদেশ বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে আসাম পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সর্তকতা দেওয়া হয়েছে।
অন্যদিকে, দেশের রাজধানী সহ বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের কিছু অংশে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টা তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।