(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal Weather Update : ১০ জেলায় তুমুল হবে বৃষ্টি, ভোটের দিন কি প্রবল দুর্যোগ ৯ কেন্দ্রেই?
Weather Today : শুক্রবার উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি চলবে জলপাইগুড়ি , আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
ঝিলম করঞ্জাই, কলকাতা : শনিবার শেষ দফায় রাজ্যের ৯ লোকসভা কেন্দ্রে ( Loksabha Elections 2024 ) ভোট হবে। আর তার আগেই মেঘে ঢেকেছে শহর। সপ্তম দফার ভোটের দিনও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ( Weather Update )। শনিবার কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা বৃষ্টির সম্ভাবনা ভোটগণনার দিনও।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা-সহ ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সপ্তম দফার ভোটের দিনেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোটগণনার দিনও। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই বাঁকুড়ার বড়জোড়ায় বৃষ্টির মধ্যেই জমিতে কাজ করতে যাওয়া দম্পতির বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি চলবে জলপাইগুড়ি , আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
আরও পড়ুন: West Bengal Monsoon Update: পালাবে গরম! দেশে ঢুকল বর্ষা, বাংলা বৃষ্টি পাচ্ছে কবে?
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি এবং কোথাও কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই চারদিন। পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি , আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
ইতিমধ্যেই নির্ধারিত সময়ের দুদিন আগেই কেরলে ঢুকেছে বর্ষা। একই সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ৭ দিন আগে প্রবেশ করেছে বৃষ্টির মরসুম। আগামী এক দুই দিনের মধ্যে বাংলার উত্তরভাগে ও সিকিমে প্রবেশ করবে বর্ষা। এর আগে আন্দামানে চারদিন দিন আগে ঢুকেছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। নির্ধারিত জুন মাসের ১০ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে ও বর্ষা প্রবেশের সম্ভাবনা প্রবল। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশ অবধি একটি সাইক্লোন পরিস্থিতি তৈরি হচ্ছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরের পাঁচটা জেলার ভারী ও অতি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।