(Source: ECI/ABP News/ABP Majha)
Weather Alert: ধেয়ে আসছে কালবৈশাখী, কলকাতা-সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণের পূর্বাভাস
Kalbaisakhi Alert Today: ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো, প্রবল বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: গোটা সপ্তাহ জুড়েই তাপপ্রবাহ (Heat Wave) থেকে আপাতত মুক্তি। বৃষ্টিতে ভিজতে হলেও মোটেই বিরক্ত হচ্ছেন না অফিস যাত্রী। কারণ ভয়াবহ দাবদাহের আতঙ্ক এখন মন জুড়ে। তবে শুধু এই সপ্তাহ জুড়েই বৃষ্টি হবে ? তারপর কি আর বৃষ্টি পাবে না বঙ্গ ? ফের বেড়ে যাবে তাপমাত্রা ? সেসব কথাই জানান দিয়েছে হাওয়া অফিস। তবে আপাতত স্বস্তির খবরই এসেছে পূর্বাভাস। টানা বৃষ্টির মাঝেই আজ ও আগামীকাল কালবৈশাখীর পূর্বাভাসের কথা জানাল এবার হাওয়া অফিস (Weather Update)।
রবিবার অবধি কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, আজ ও আগামীকাল কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। কলকাতা- সহ সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। শুক্রবার ঝড় ও বৃষ্টির পরিমাণ বাড়বে। বজবিদ্যুৎ -সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া হইতে পারে এই জেলাগুলিতে।
রবিবারের পর ঝড়-বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তখন বাড়বে কি তাপমাত্রা ?
দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। শনি ও রবিবার উপকূলের জেলা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যু- সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। রবিবারের পর ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। বাড়বে তাপমাত্রা।
কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?
উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে মালদা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ- সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়, দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। উত্তরবঙ্গের শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। তবে দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শনিবারের পর থেকে বৃষ্টি পরিমাণ কমবে বাড়বে তাপমাত্রা।
আরও পড়ুন, ভোটের সব খবরাখবর রাখছেন বুদ্ধদেব ভট্টাচার্য, রয়েছে বুথে গিয়ে ভোট দিতে না পারার আক্ষেপ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।