West Bengal Weather Update : তাপমাত্রা রইল স্বাভাবিকের অনেক ওপরেই, উইকএন্ড প্ল্যান হবে বৃষ্টিতে বানচাল?
Weather Update : আবহাওয়ার উন্নতি হলেও, জাঁকিয়ে ঠান্ডা পড়ার আর সম্ভাবনা নেই বলেই মনে করছে আবহাওয়া দফতর।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : সপ্তাহ শেষে জমাটি শীত না-থাকলেও সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা চারিপাশ । শীতের ( Winter Update ) কামড় নেই, আমেজ আছে। আজও কুড়ির নিচে পারদ।
শনিবার কলকাতার ( Kolkata Weather ) সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সকালের দিকে শীতের আমেজ থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তা উধাও হয়ে যাচ্ছে। আবহাওয়ার উন্নতি হলেও, জাঁকিয়ে ঠান্ডা পড়ার আর সম্ভাবনা নেই বলেই মনে করছে আবহাওয়া দফতর।
ট্রেন চলাচলে দেরি
ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে হাওড়া স্টেশনে ঢুকছে। কুম্ভ এক্সপ্রেস ১১ ঘণ্টা দেরিতে চলছে। এ ছাড়াও, ডাউন সরাইঘাট এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, অমৃতসর এক্সপ্রেস, বিভূতি এক্সপ্রেস, কালকা মেল-সহ দেরিতে চলছে আরও কয়েকটি দূরপাল্লার ট্রেন।
উড়ান পরিষেবা আংশিক ব্য়াহত
ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে উড়ান পরিষেবা আংশিক ব্য়াহত হয় শনিবার সকালে। কয়েকটি বিমান দেরিতে ছাড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় বলে জানা গিয়েছে।
বন্ধ ভেসেল পরিষেবা
অন্যদিকে, ঘন কুয়াশার জেরে সাগরে বন্ধ হয়ে যায় ভেসেল পরিষেবা। ডায়মন্ড হারবার, কাকদ্বীপে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় পরিষেবা ব্যাহত। কাকদ্বীপের লট এইট বা সাগরের কচুবেড়িয়া, কোনও জায়গাতেই ভেসেল পরিষেবা চালু করা যায়নি। কুয়াশার কারণে ১১৭ নম্বর জাতীয় সড়কেও ধীরগতিতে যান চলাচল করছে।
কলকাতার আবহাওয়া
ঘন কুয়াশায় গা-মুড়ি দিয়ে ঘুম ভেঙেছে শহরের। বেলায় পরিষ্কার আকাশ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেড়েছে। এখনই তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
- কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।
- শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া, জানিয়েছে মৌসম ভবন ।
সূত্র: https://city.imd.gov.in/
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
03-Feb | 16.0 | 25.0 | Fog/mist in the morning and mainly clear sky later | |
04-Feb | 17.0 | 25.0 | Fog/mist in the morning and mainly clear sky later | |
05-Feb | 19.0 | 26.0 | Partly cloudy sky | |
06-Feb | 20.0 | 27.0 | Partly cloudy sky | |
07-Feb | 18.0 | 27.0 | Mainly Clear sky | |
08-Feb | 17.0 | 26.0 | Mainly Clear sky |
আরও পড়ুন :