Weather Update: ৮ জেলায় কালবৈশাখীর সতর্কতা, তুমুল বৃষ্টিতে ভিজবে কোন কোন এলাকা? কলকাতা অছে তালিকায়?
Kolkata Weather Update : দুপুর বা বিকেলের পর রাজ্যের ৮ জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি চলবে ৬,৭,৮ এবং ৯ মে।
তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা থেকে স্বস্তি মিলেছে অনেকটাই। তবে বৃষ্টির আশ্বাস মেলা সত্ত্বেও কলকাতা পায়নি বৃষ্টির স্বস্তি। আজ, সোমবার ভারী বৃষ্টি বা কালবৈশাখী হতে পারে, তবে সেই তালিকায় কলকাতা নেই। সকালে রোদের রক্তচক্ষু নেই বললেই চলে। তবে আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা ১২ টার পর মেঘের পরিমাণ বাড়বে বলে মনে করা হচ্ছে।
কলকাতা : সোমবার কলকাতায় বেলা ২ টোর পর বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিকেল বা সন্ধ্যার পর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সেই সঙ্গে ৩৫ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বৃষ্টি হতে পারে ৬,৭,৮ এবং ৯ মে। সোমবার মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণের বাকি জেলায়। এছাড়া উত্তরের সব জেলায় মাঝারি বৃষ্টি চলবে।
সোমবার বৃষ্টিতে ভিজবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ায়। সঙ্গে কালবৈশাখীর ইঙ্গিতও রয়েছে। কাল, মঙ্গলবার ভারী বৃষ্টি পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। উপকূলে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে, পরিমাণ ১০০ মিলিমিটার ছাড়াতে পারে। মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টি দক্ষিণের সব জেলায়, সঙ্গে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইবে। একই রকম বৃষ্টি হবে উত্তরেও।
৮ জেলায় কালবৈশাখীর সতর্কতা
দুপুর বা বিকেলের পর রাজ্যের ৮ জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। এগুলি হল বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা। এই এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে দুপুর বা বিকেলের পর। সঙ্গে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
বুধ ও বৃহস্পতিবারের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার উত্তরের পার্বত্য জেলায় বেশি বৃষ্টি হবে। উত্তরের সমতলের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দক্ষিণের পশ্চিমাঞ্চলের জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বুধবার ঝাড়খণ্ড লাগোয়া জেলা অপেক্ষাকৃত বেশি বৃষ্টি পাবে। বুধবার, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি। সেদিন বিকেলের পর থেকে সার্বিক ভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে।
আরও পড়ুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা,মহিলাদের সম্মানহানির অভিযোগে FIR
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে