Weather Update: গরম-অস্বস্তির মাঝেই কালবৈশাখীর পূর্বাভাস বঙ্গে, দুর্যোগের আশঙ্কা এই জেলাগুলিতে
West Bengal Weather: দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার পর্যন্ত চলবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস। বৃহস্পতিবার ৫ জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার পর্যন্ত থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বৃহস্পতিবার কালবৈশাখী হতে পারে দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায়। শুক্রবার থেকে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার পর্যন্ত চলবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি। আজ ও কাল বেলায় গরম বাড়বে।রাতে গরম ও অস্বস্তি থাকবে। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি। দমকা ঝড়ো হাওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। কালবৈশাখী হতে পারে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। আজ ও কাল একই রকম তাপমাত্রা। তারপর ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। সপ্তাহের শেষে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। তবে রাতের তাপমাত্রায় আপাতত পরিবর্তন নেই। দিনের বেলায় গরম বাড়বে; অস্বস্তিকর গরম কিছুটা রাতে থাকতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজ ও কাল একই রকম তাপমাত্রা। তারপর ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। সপ্তাহের শেষে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। তবে রাতের তাপমাত্রায় আপাতত পরিবর্তন নেই। দিনের বেলায় গরম বাড়বে; অস্বস্তিকর গরম কিছুটা রাতে থাকতে পারে।
কলকাতার আবহাওয়া: বুধবার থেকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা আরও বাড়বে। বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ; বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি থাকার সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামল। হালকা বৃষ্টির কারণে সকালে কিছুক্ষণ মনোরম আবহাওয়া। বেলা বাড়লে পরিষ্কার আকাশ কখনও আংশিক মেঘলা আকাশ। দিনের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯১ শতাংশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
