Weather Update: ৫৫-৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দক্ষিণবঙ্গের ১০ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
West Bengal Weather Update: ৫৫-৬৫ কিমি বেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, রাত পেরোলে কেমন থাকবে আবহাওয়া ? দেখুন এক নজরে
কলকাতা: মঙ্গলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির থেকে মুক্তি নেই। ফের আশঙ্কার বার্তা আবহাওয়া অফিসের। দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের ৩ জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা। সব মিলিয়ে আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস।
আইএমডি সূত্রে খবর, আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফের হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অপরদিকে, হাওয়া অফিস আরও জানিয়েছে, আজ সকালে আর্দ্রতা অনেকটাই বেশি ছিল। সকাল সাড়ে আটটায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। বিকেল সাড়ে ৫ টায় তা এসে পৌঁছয় ৭৪ শতাংশে। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামীকাল কলকাতায় ২৭ থেকে ৩২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ ৯ তারিখ সন্ধ্যা রাতে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমদিকে এবং মধ্য পশ্চিমদিক বরাবর ৫৫ থেকে ৬৫ কিমি প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে খারাপ আবহাওয়ার পরিস্থিতি আগামীকালও থাকতে পারে।কবে বর্ষা ঢুকবে, এ নিয়ে রীতিমত সকলেই দিন গুণছিল মানুষ। আর ঠিক সেই সময়েই আশা সত্যি করে দেরি হলেও বাংলায় বর্ষা প্রবেশ করে।কিন্তু সেই বর্ষাও শান্তি বয়ে আনেনি।
সম্প্রতি দফায় দফায় ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার জনজীবন। বৃষ্টির জেরে কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার মহকুমার নীচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বৃষ্টির জেরে সুন্দরবনের নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পায়। জোয়ারের সময় বাঁধের কানায় জল চলে আসে। সুন্দরবনের বেহাল বাঁধ উপচে জল প্রবেশ করে নামখানা, সাগর ও পাথরপ্রতিমার বেশ কিছু এলাকায়।
আরও পড়ুন, নয় নয় নয় , RG Kar কাণ্ডে ৯ তারিখে রাত ৯টায় ৯মিনিটের নীরবতা
অপরদিকে, লাগাতার বৃষ্টিতে কেরলের ওয়েনাডে নেমেছিল ভয়াবহ ভূমিধস। গভীর রাতে পাহাড়ি এলাকায় ধস নামে। ঘুমের মধ্যেই চিরঘুমে তলিয়ে যান অনেকে। গৃহহীন হয়ে পড়েছিল কয়েকশো পরিবার। কেরল সরকারের তরফে ২ দিনের শোক দিবসের ঘোষণা করা হয়েছিল। বিপর্যয়ের গ্রাসে গিয়েছিল কেরলের ওয়েনাড। খেলনার মতো ভেঙে পড়েছিল বাড়ি। গাছ উপড়ে, খড়কুটোর মতো ভেসে যাচ্ছিল কাদাজলে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।