Weather Update: বাংলা জুড়েই শীতল পশ্চিমী হাওয়ার দাপট, কলকাতায় পারদ ছুঁলো ১৮-র ঘরে ! রইল আবহাওয়ার বড় আপডেট
West Bengal Weather Update : বাংলা জুড়েই পশ্চিমী হাওয়ার দাপট, কেমন থাকবে আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ?

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: শীতল পশ্চিমী হাওয়ায় কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রাজধানী দিল্লি , ওড়িশা ও ঝাড়খন্ড শৈত্যপ্রবাহের পরিস্থিতি। আগামী পাঁচ দিন এরকমই থাকবে। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে। বাংলা জুড়েই পশ্চিমী হাওয়ার দাপট। শীতের আমেজ চলবে উইকেন্ড পর্যন্ত।
আরও পড়ুন, ৩ বছর ৩ মাস পর আজ জেলমুক্তি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের
কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গ ?
শীতের আমেজ বাড়লো। স্বাভাবিকের এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা বিভিন্ন জেলাতে। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি। বেলা বাড়লে আমেজ উধাও। খুব সকালে হালকা কুয়াশা। উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। আপাতত চার পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তন এর সম্ভাবনা কম। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ রাতে ও সকালে।
কেমন আবহাওয়া উত্তরবঙ্গ ?
উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশী হতে পারে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। রৌদ্রোজ্জ্বল পরিবেশ। আপাতত শুষ্ক আবহাওয়া। আপাতত পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন নেই। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই।
কেমন আবহাওয়া কলকাতায় ?
রাতে ও ভোরে শীতের আমেজ বাড়লো। আগামী কয়েক দিন এই শীতের আমেজ থাকবে। খুব সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোন সম্ভাবনা আপাতত নেই।রাতের তাপমাত্রা আরো নামলো। ১৮ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে পারদ। কলকাতার দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নীচে। কলকাতার তাপমাত্রা আপাতত ১৮/১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন-চার দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৮৯ শতাংশ।
দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত
মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি হারাচ্ছে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত।আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায়। শৈত্য প্রবাহের পরিস্থিতি রাজধানী দিল্লিতে। ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশের কিছু এলাকায় শৈত্য প্রবাহের সতর্কবার্তা। আজও কাল কোল্ড ওয়েভ এর ওয়ার্নিং এই তিন রাজ্যে। রাজস্থান হরিয়ানা চন্ডিগড় দিল্লি পাঞ্জাব ঝাড়খন্ড ওড়িশা উত্তরপ্রদেশে র কিছু অংশে শৈত্য প্রবাহের পরিস্থিতি।কেরালা এবং মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস।






















