Weather Update: উত্তর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা !
West Bengal Weather update : আজ কেমন থাকবে আবহাওয়া ? রাজ্য়ে থেকে কবে বিদায় নেবে বৃষ্টি? জানাল আবহাওয়া দফতর

কলকাতা: প্রাকৃতিক বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গের ভয়াবহ অবস্থা। অন্য়দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। এই আবহে প্রশ্ন, রাজ্য়ে থেকে কবে বিদায় নেবে বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর? দেখুন একনজরে।
আরও পড়ুন, 'খগেন মুর্মু তো আর রাউডি নয়, তাহলে মারবে কেন?' BJP সাংসদ ওপর হামলার নিন্দায় সরব TMC সাংসদ সৌগত রায়
উত্তর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা। আগামীকাল তৈরি হতে পারে এই ঘূর্ণাবর্ত। দক্ষিণ বাংলাদেশের কাছে ঘূর্ণাবর্তের জেরে আগামী ৪ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। কলকাতায় কাল পর্যন্ত দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে কাল থেকে কমবে বৃষ্টিপাতের পরিমাণ। আলিপুরদুয়ারের বিভিন্ন অংশে সকাল থেকে ঘন কুয়াশা। পশ্চিম ভারতে বর্ষা বিদায়ের পরিবেশ তৈরি হলেও, পূর্ব ভারতে এখনও থাকছে বর্ষার পরিবেশ।
আইএমডি সূত্রে খবর, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা অবধি কলকাতার জন্য হলুদ সতর্কতা থাকলেও, তারপর আর সেই অর্থে কোনও সতর্কতা নেই এই শহরের জন্য। এদিন সকাল সাড়ে ৮ টা থেকে আগামীকাল ১০ অক্টোবর সকাল সকাল সাড়ে ৮ টা অবধি বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের আশঙ্কা রয়েছে, দক্ষিণবঙ্গের ৭ জেলায়। হাওড়া , দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
অপরদিকে, উত্তরবঙ্গে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা অবধি হলুদ সতর্কতার আওতায় রয়েছে, উত্তরবঙ্গের ৫ জেলা, যথাক্রমে দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর এবং মালদায়। কিন্তু ঘড়ির কাটা সকাল সাড়ে আটটা পেরোলে, আজ থেকে উত্তরবঙ্গের কোনও জেলাতেই হলুদ সতর্কতা জারি করেনি আইএমডি।
প্রাকৃতিক বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গের ভয়াবহ অবস্থা। অন্য়দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। এই আবহে প্রশ্ন, রাজ্য়ে থেকে কবে বিদায় নেবে বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর? প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু, বিপদ কি কেটেছে? বৃষ্টি কি এবার থামবে? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,উত্তরবঙ্গে শুক্রবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।
তবে বাংলাদেশে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর,রাজ্য়ে মৌসুমী বায়ুর উপস্থিতি থাকায় বৃষ্টি কবে পুরোপুরি থামবে, তা এখনই বলা যাচ্ছে না।কলকাতায় শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মেঘলা থাকবে আকাশ। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে রবিবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। এই কয়েকদিন মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।





















