Weather Update: আগামী কয়েকঘণ্টা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতায়, ভিজল সংলগ্ন জেলাও
Rain Forecast: বৃহস্পতিবারের সন্ধেয় বৃষ্টিতে ভিজল কলকাতা সহ সংলগ্ন জেলা।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: আগামী কয়েকঘণ্টায় কলকাতা সহ সংলগ্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস (Weather Forecast)। আবহাওয়া দফতর সূত্রে খবর, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, হুগলি, হাওড়া, নদিয়া, পশ্চিম মেদিনীপুর। সঙ্গে ঝোড়ো হওয়ার পূর্বাভাস।
ফাল্গুনের সন্ধেয় বৃষ্টি দক্ষিণবঙ্গে: পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারের সন্ধেয় ঝেঁপে নামল বৃষ্টি। এদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশ ছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ থেকে ৩ ঘণ্টা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে হুগলি, হাওড়া, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুরে। ৩০ থেকে ৪০ কিলোমিটারে বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। সংশ্লিষ্ট জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। আগামী ১ থেকে ২ ঘণ্টা বৃষ্টি হতে পারে সংশ্লিষ্ট জেলাগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে সংশ্লিষ্ট জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। জারি করা হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, চার পাঁচ জেলায় শিলাবৃষ্টি ও দমকা ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার থেকে রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। বাকি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। মূলত পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা। শনিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে কোথাও বৃষ্টি আবার কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা ও দুই দিনাজপুরে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার দার্জিলিং ও কালিম্পঙের কিছু এলাকায় দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Suvendu Adhikari: শেখ শাহজাহানকে গ্রেফতার করতে চান না মমতা, রাজীব কুমার: শুভেন্দু