West Bengal Weather Update: বঙ্গে পারদের ওঠানামা অব্যাহত, উত্তরের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
Winter Weather Update: ভালবাসার মরসুমে খামখেয়ালি আবহাওয়া (Weather Update)। ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day) পর্যন্ত চলবে পারদের ওঠানামা।
কলকাতা: কলকাতায় আজও ২০ ডিগ্রির ওপর পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকার দু’- এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে। তারপর ধীরে ধীরে বিদায় নেবে শীত।
পারদের ওঠানামা অব্যাহত: ভালবাসার মরসুমে খামখেয়ালি আবহাওয়া (Weather Update)। ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day) পর্যন্ত চলবে পারদের ওঠানামা। ঘন কুয়াশার জেরে ফের ব্যাহত হল সাগরে ভেসেল পরিষেবা। ভোর সাড়ে ৫টা থেকে বন্ধ ছিল পারাপার। কাকদ্বীপের লট এইট ও কচুবেড়িয়ার মধ্যে ভেসেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটতেই, সকাল ৮টা থেকে ফের শুরু হয় পারাপার।
একনজরে আবহাওয়ার আপডেট:
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
09-Feb | 17.0 | 30.0 | Mainly Clear sky | |
10-Feb | 17.0 | 29.0 | Mainly Clear sky | |
11-Feb | 18.0 | 30.0 | Mainly Clear sky | |
12-Feb | 19.0 | 31.0 | Mainly Clear sky | |
13-Feb | 18.0 | 31.0 | Mainly Clear sky |
খামখেয়ালি আবহাওয়া: কথায় বলে, মাঘের শীত বাঘের গায়ে। কিন্তু এ তো একেবারে উলট পুরাণ। মাঘ পড়লেও গত কয়েকদিন রাজ্যে ঠান্ডার দেখা মিলছে না। রাজ্যে আজও ঊর্ধ্বমুখী পারদ। গতকালের থেকে সামান্য বাড়ল তাপমাত্রা। সারা সপ্তাহ উচ্চ তাপমাত্রা ভোগালেও শুক্র ও শনিবার সামান্য কমবে তাপমাত্রা। ফলে হালকা শীতের আমেজ অনুভূত হবে আগামী উইকএন্ডে। তবে তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পারদ ওঠানামা করবে। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে-তে ফিরতে পারে শীতের আমেজ। এরপর তা ধীরে ধীরে উধাও হবে। এভাবেই কার্যত বিদায় নেবে শীত।
আরও পড়ুন: North 24 Parganas Weather: স্বাভাবিকের উপরেই তাপমাত্রার পারদ, আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?