West Bengal Winter Weather Update : আরও নামল পারদ, কনকনে মহানগর, মালদায় কুয়াশায় ঠাহর হচ্ছে না কিছুই
Kolkata Temperature : আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস
সঞ্চয়ন মিত্র, অভিজিৎ চৌধুরী, মালদা : আরও নামল পারদ। সকালে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার আকাশ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় সকাল থেকেই ঘন কুয়াশা।
শুক্রবার ঘন কুয়াশার চাদরে ঢেকেছে মালদা শহর। সকাল থেকে ঘন কুয়াশায় কয়েক মিটার দূরের জিনিসও দেখা যাচ্ছিল না । ঠাণ্ডা জাঁকিয়ে পড়লেও এই মরসুমে প্রথম দেখা মিলল এত ঘন কুয়াশা। জাতীয় সড়কেও আলো জ্বালিয়ে ধীরগতিতে চলে পরিবহন। ঘন কুয়াশার কারণে এদিন সকাল থেকে রাস্তাঘাটে মানুষের আনাগোনাও ছিল কম। ঘন কুয়াশার সঙ্গে সঙ্গে শুরু হয় শৈত প্রবাহ। বেলা বাড়লেও দেখা মিলেনি সূর্যের।
কোচবিহারে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
শুক্রবার থেকেই হাওয়া বদল রাজ্যে। বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। এর ফলে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। ২৫শে ডিসেম্বর বড়দিনে কার্যত আরও বাড়বে তাপমাত্রা। কার্যত উষ্ণতাতেই কাটবে বড়দিন।
আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশা উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে। হালকা মাঝারি কুয়াশা থাকবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে। উত্তুরে হাওয়া কার্যত থমকে গেছে। এর ফলে শীতের আমেজ কমেছে রাজ্যে।
আরও পড়ুন :
কোন কোন রাশির অর্থাগমের ইঙ্গিত, কাদের বিপুল খরচ, রাশিফল
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
23-Dec | 16.0 | 27.0 | Mainly Clear sky | |
24-Dec | 17.0 | 28.0 | Mainly Clear sky | |
25-Dec | 17.0 | 28.0 | Mainly Clear sky | |
26-Dec | 18.0 | 29.0 | Mainly Clear sky | |
27-Dec | 19.0 | 29.0 | Mainly Clear sky |
বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা। আগেরদিন বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।