Weather Update: দক্ষিণবঙ্গে পিছিয়ে গেল বর্ষা, ফের গরমের দাপট, বজায় থাকবে অস্বস্তি..
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে পিছিয়ে গেল বর্ষা, ফের গরমের দাপট..
সত্যজিৎ বৈদ্য, কলকাতা: সিকিমে যখন প্রবল বর্ষণে ধস নেমেছে, ঠিক তখনই চরম অস্বস্তিকর আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ( South Bengal ) । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতায় আপেক্ষিক আর্দ্রতা ৭৪ শতাংশ (West Bengal Weather Update)। বাড়িতে, বাইরে কোথাও স্বস্তি নেই। কবে হবে বৃষ্টি ? দিন গুণছে দক্ষিণবঙ্গবাসী। কেরলে বর্ষা ঢোকার পর আশা ছিল, জুনের দ্বিতীয় সপ্তাহেই স্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে। কিন্তু সে গুড়ে বালি। প্রকৃতির দামাল রূপের মুখোমুখি দক্ষিণবঙ্গবাসী। ঠিক এমন সময়েই আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে পিছিয়ে গেল বর্ষা, ফের গরমের দাপট।
দক্ষিণবঙ্গে পিছিয়ে গেল বর্ষা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে পিছিয়ে গেল বর্ষা। এবার দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু ঢুকতে দেরি হচ্ছে। এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আর্দ্রতাজনিত অস্বস্তি একইভাবে বজায় থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন অস্বস্তি কমছে না দক্ষিণবঙ্গে। গাঙ্গেয় এবং উপকূলবর্তী জেলাগুলোতে গরম এবং আদ্রতা জনিত অস্বস্তি একই থাকছে। পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা। ১৪ থেকে ১৬ তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কমবে তাপমাত্রা।
আরও পড়ুন, প্রবল বর্ষণে সিকিমে ধস, একাধিক মৃত্যু, তলিয়ে গেল একের পর এক বাড়ি, নিখোঁজ ১..
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়ার সতর্কতা
উত্তরবঙ্গে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে এখনও থমকে। তাই উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টি হলেও, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে আজ তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এমন জ্বালাপোড়া গরম থাকবে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও তাপমাত্রার হেরফের হবে না। অন্যদিকে, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গের বাকি ৫ জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের ছবিটা চলতি সপ্তাহেই স্পষ্ট হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।