Weather Update: সোঁ সোঁ করে আওয়াজ, পাক খেয়ে উড়ছে ধুলো, সন্ধ্যা নামতেই তুমুল ঝড় কলকাতায় ! বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়..
West Bengal Weather Update : পূর্বাভাস মিলিয়েই ঝড়-বৃষ্টি শুরু কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ?

কলকাতা: সন্ধ্যা নামতেই ঝড় শুরু দক্ষিণ কলকাতায়। পাক খেয়ে উড়ছে ধুলো। বহুতলের কাচের দরজা-জানালার ফাকা দিয়ে ভিতরে আসছে সোঁ সোঁ আওয়াজ ! যদি এদিন বিকেল সাড়ে ৪ নাগাদই এক্স হ্যান্ডেলে অফিশিয়াল পোস্ট করে ঝড়ের পূর্বাভাসের কথা জানিয়ে দিয়েছিল IMD. হাওয়া অফিস আগাম জানিয়েছিল, ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। পূর্বাভাস মিলিয়েই বৃষ্টি শুরু হয়েছে উত্তর ২৪ পরগনা, বর্ধমান-সহ রাজ্যের একাধিক জেলায়।
— IMD Kolkata (@ImdKolkata) May 1, 2025
Special Bulletin No. 10
— IMD Kolkata (@ImdKolkata) May 1, 2025
Subject: Enhanced Thunderstorm activities over the districts of West Bengal.
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
গত কয়েকদিন ধরেই বৃষ্টি হলেও কলকাতায় বাতাসে জলীয়বাষ্পের সঙ্গে অস্বস্তি চরমে উঠেছিল। রাতের গরম ও দিনের প্রখর তাপে ক্রমশ শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া ছিল। মূলত আকাশ আংশিক মেঘলা থাকার কারণে, গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। যদিও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা সপ্তাহের শুরুতেই জানান দিয়েছিল হাওয়া অফিস। IMD সূত্রে খবর, আজ বৃহস্পতিবার কলকাতায় নুন্যতম তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়ার্স এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়ার্স । এদিন আগেই কলকাতায় হলুদ সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই আশঙ্কাই সত্যি হল।
এদিকে আজ শ্রমিক দিবসে ছুটিতে অনেকেই। বাস-ট্রেন তুলনায় ফাঁকা। তবুও পেটের তাগিদে যাদের বের হতে হয়েছে, বাড়ি ফেরার সময় তাঁদের মুখে স্বস্তির হাসি। তবে এপ্রিল পেরোলেই ফের জ্বালা ধরাতে পারে গরম। একথা অনেক আগেই জানিয়েছিল হাওয়া অফিস। মূলত তিনটে মাসের কথা বলা হয়েছিল। এপ্রিল, মে, জুন। তবে বরাত জোরে এপ্রিল জ্বালা ধরানো গরমের সঙ্গে স্বস্তির বৃষ্টিও হয়েছে। কখনও নিম্নচাপ, কখনও পশ্চিমী ঝঞ্জার কারণে এরাজ্য়ে ফিরেছে স্বস্তির আবহাওয়া।






















