West Bengal Weather Update : কাল থেকেই বদলাবে আবহাওয়া, জাঁকিয়ে ঠান্ডা আর ফিরবে?
Weather Update : বাংলাদেশে ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় জানুয়ারির শেষে বৃষ্টিতে ভিজবে বাংলার উপকূলবর্তী জেলা।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: কনকনে শীতের আমেজ ক্ষণস্থায়ী। কাল থেকেই বদলাবে আবহাওয়া। ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।
বাংলাদেশে ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় জানুয়ারির শেষে বৃষ্টিতে ভিজবে বাংলার উপকূলবর্তী জেলা। সপ্তাহান্তে হাওয়া বদল হলেও, জাঁকিয়ে ঠান্ডা আর ফিরবে কিনা, তা অবশ্য এখনও জানায়নি আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তার প্রভাবে জলীয় বাতাস ঢুকবে হু হু করে। অন্যদিকে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ৩১ জানুয়ারি রাতে। তার জেরে বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। আবহাওয়া দফতরের অনুমান, শনিবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।
দক্ষিণবঙ্গে সকালের দিকে মনোরম আবহাওয়াই সপ্তাহের শুরুতে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশই থাকবে। কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সোনবার বিকেলের পর থেকেই আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস করেছে হাওয়া-অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
উত্তর-পশ্চিমের হাওয়ার বদলে পূবালী হওয়ার প্রভাব বাড়বে। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনাবাড়বে। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যেতে পারে শুক্রবারের মধ্যে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ,মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দু এক জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
বিহারে কোল্ড ডে পরিস্থিতির প্রভাব পড়বে মালদা ও দিনাজপুরে। দিনাজপুর ও সংলগ্ন এলাকায় শৈত্য প্রবাহ হতে পারে । উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও এর প্রভাব পড়বে। সকালে কুয়াশা থাকবে ও কোল্ড-ডে পরিস্থিতি বজায় থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে কাল থেকে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা কিছু এলাকায়। কুয়াশার দাপট বেশি থাকবে মালদা এবং দুই দিনাজপুরে। জলপাইগুড়ি ও কোচবিহারেও ঘনকুয়াশার সতর্কতা। দার্জিলিং এর সমতল এলাকা শিলিগুড়িতে ও কুয়াশার দাপট থাকতে পারে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় আজ সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। বেলার দিকে আংশিক মেঘলা। আজও রাত দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। বিকেলের থেকে হাওয়া বদল। পূবালী হাওয়ার প্রভাব বাড়বে। মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। বুধ ও বৃহস্পতিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
দেশের আবহাওয়া
কোল্ড ডে পরিস্থিতি উত্তর প্রদেশ পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশ এবং রাজস্থানে। কুয়াশার সঙ্গে সঙ্গে কোল্ড ডে পরিস্থিতি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থানে।
আরও পড়ুন: রাম লালার অদেখা ছবি! সাজানোর আগে কেমন ছিল দেখতে? দেখালেন খোদ শিল্পী