West Bengal Weather: ভোরে-রাতে বাতাসে শিরশিরানি, ধীরে ধীরে নামছে পারদ, শীতের আমেজ থাকবে উইকেন্ডেও
Weather Update: আপাতত আগামী তিন থেকে চারদিন বজায় থাকবে পারদ পতনের এই পরিস্থিতি। বাতাসে যে শিরশিরানি উপলব্ধি হচ্ছে, তা বজায় থাকবে আগামী কয়েকদিন।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : কলকাতা-সহ রাজ্য জুড়ে শীতের আমেজ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবারের মধ্যে পারদ নামতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। পশ্চিমের জেলাগুলি যেখানে তুলনায় ঠান্ডা বেশি পড়ে, সেখানে এই সপ্তাহের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে। বুধবারের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। শীতের আমেজ চলবে শনিবার পর্যন্ত, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে সকালে ও রাতের দিকে শীতের আমেজ থাকবে। তবে বেলা বাড়লে বাতাসের শিরশিরানি উধাও হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সকালের দিকে একাধিক জেলায় হালকা কুয়াশারও সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর
গতকালই কলকাতায় পারদ নেমেছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজও সেই ধারা অব্যাহত রয়েছে। আরও কিছুটা কমেছে তাপমাত্রা। আপাতত আগামী তিন থেকে চারদিন বজায় থাকবে এই পরিস্থিতি। বাতাসে যে শিরশিরানি উপলব্ধি হচ্ছে, তা বজায় থাকবে আগামী কয়েকদিন। অর্থাৎ শীতের আমেজ নভেম্বরের শুরুতেই ভরপুর পাবেন সাধারণ মানুষ। আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
অন্যদিকে আবহাওয়া দফতর, ঝাড়খন্ডে শৈত্যপ্রবাহের সতর্কতা দিয়েছে। পশ্চিমী হাওয়াযর প্রভাবে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে ইতিমধ্যেই। আগামী চার, পাঁচদিন এই পরিস্থিতিই বজায় থাকবে। পশ্চিমের জেলাযগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে রয়েছে এখন। বুধবারের মধ্যে তা ১২-১৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। বাংলা জুড়েই চলবে পশ্চিমী হাওয়ার দাপট। শীতের আমেজও চলবে শনিবার পর্যন্ত। আপাতত তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই শনিবার পর্যন্ত।
উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে এখন কয়েকদিন সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি - সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে বাংলায় আপাতত রৌদ্রোজ্জ্বল পরিবেশই থাকতে চলেছে কয়েকদিন। এখন কয়েদিন শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী চার থেকে পাঁচদিন সর্বনিম্ন তাপমাত্রাযর খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতাতেও দিনের তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। কলকাতার তাপমাত্রা আপাতত ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচেই থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন-চার দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে। রাতে ও ভোরে শীতের আমেজ বাড়বে এখন। আগামী কয়েক দিন এই শীতের আমেজ বজায় থাকবে। খুব সকালে হালকা কুয়াশা দেখা যাবে। পরে থাকবে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।






















