Weather Updates: দক্ষিণবঙ্গে আচমকা তুমুল ঝড়-বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে কালও
West Bengal Weather: আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছিল, শুক্র-শনিবার পর্যন্ত এই বৃষ্টি দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
![Weather Updates: দক্ষিণবঙ্গে আচমকা তুমুল ঝড়-বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে কালও West Bengal Weather Updates 20 Feb 2024 rain thunderstorm Districts kolkata forecast warning Weather Updates: দক্ষিণবঙ্গে আচমকা তুমুল ঝড়-বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে কালও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/20/02059233cf490a3e21eb5b303887b7631708443655183223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ফাল্গুনের শুরুতে আচমকাই বৃষ্টি দুর্যোগ বঙ্গে (West Bengal)। দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিলই। তবে এদিন সন্ধ্যের সময় হুগলি (Hooghly), হাওড়া (Howrah), উত্তর ২৪ পরগনায় কয়েকটি এলাকায় প্রবল ঝড়-বৃষ্টি হয়।
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছিল, শুক্র-শনিবার পর্যন্ত এই বৃষ্টি দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে যে সতর্কতা জারি করা হয়েছে, বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি জেলার কিছু অংশে এবং বীরভূম ও বাঁকুড়াতেও । হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে ঝোড়ো হাওয়াই বইবে।
হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, শুক্র এবং শনিবার পর্যন্ত ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিও হবে। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানান হয়েছিল।
ফেব্রুয়ারির মধ্যভাগেই ভ্যাপসা গরম দেখা যায় রাজ্যে। ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে পারদ। রাজ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ থাকলেও, দক্ষিণবঙ্গে ঠান্ডা কার্যত উধাও। বুধবার থেকে মেজাজ বদলাবে আবহাওয়ার তা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন, দুয়ারে ডিজেল! ভ্রাম্যমান পেট্রোলপাম্প থেকে সস্তায় জ্বালানি, পুলিশের জালে ২
পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়া।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)