Weather Updates: পৌষের শেষ বেলায় শীতের 'কামব্যাক', সংক্রান্তির আগেই হিমেল হাওয়ার দাপট বাড়বে?
Winter Updates: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকেই পারদ পতন শুরু হবে দক্ষিণবঙ্গে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: কথায় আছে 'মাঘের শীত বাঘের গায়ে'। কিন্তু ভরা পৌষেও যেভাবে 'দাপটহীন' ছিল শীত (Winter), তা নিয়ে মন খারাপ ছিল রাজ্যবাসীর। তবে সংক্রান্তির (Poush Sankranti) আগেই পৌষের শেষ বেলায় ফিরতে চলেছে শীত, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, আজ থেকেই বইবে হিমেল হাওয়া। কাল থেকে দ্রুত পারদ-পতন। ৩-৪ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই শীতের এই কামব্যাক ঘটবে। আগামী কয়েকদিন উত্তুরে হাওয়া দাপট দেখাবে। শীতের দ্বিতীয় ইনিংস বেশ কিছুদিন স্থায়ী হবে।
উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন ধরেই ১৭ ডিগ্রির বেশি রয়েছে কলকাতার তাপমাত্রা। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকেই পারদ পতন শুরু হবে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের সর্বত্র রাতের স্বাভাবিক তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ বা ৩ ডিগ্রি কমবে। আগামী ৪৮ ঘণ্টায় অনেকটাই কমবে পারদ।
তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণও বৃদ্ধি পাবে রাজ্যের বেশ কিছু জেলায়। বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশার আধিক্য দেখা দিতে পারে। এই জেলাগুলি ছাড়াও রাজ্যের বেশ কিছু জেলায় ঘন কুয়াশা দেখা দিতে পারে।
আরও পড়ুন, রাম মন্দিরে প্রবেশে মানতে হবে এই নিয়ম, কী কী নিয়ে ঢোকা যাবে না?
কলকাতায় আজ কেমন থাকবে আবহাওয়া?
কলকাতায় আজ বিকেল থেকেই উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। কাল থেকে পারদ ক্রমশ নামবে। তিন ডিগ্রি নেমে ১৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে কলকাতার তাপমাত্রা। সকালে হালকা মাঝারি কুয়াশা। বেলায় মূলত পরিষ্কার আকাশ। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে