West Bengal Weather Update : দ্রুত নামবে পারদ? বৃষ্টির হাত ধরেই কলকাতায় আসছে শীত?
Winter Weather Update : নভেম্বর মানেই উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার আদর্শ সময়। রবিবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও।
কলকাতা : নভেম্বর এর প্রথম সপ্তাহ পের হতে যায়। এখনও শহরে শীতের আমেজ নেই। তাপমাত্রা আগের থেকে নেমেছে ঠিক কথা। তবে শীতের পরিস্থিতি তৈরি হয়নি। আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝায় আটকে রয়েছে হিমেল উত্তুরে হাওয়া । এর ফলে পথেই আটকে পড়েছে শীত। আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
অক্টোবরের থেকে তাপমাত্রা নামলেও এই সপ্তাহে শীতের পরিস্থিতি তৈরি হচ্ছে না। উপরের দিকেই থাকবে পারদ। তাহলে কবে নাগাদ পড়তে পারে শীত ? নভেম্বরের শেষ দিকে কলকাতায় শীতের আমেজ আসতে পারে। তবে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা ও ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হবে।
নভেম্বরের শুরুতে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গে। তৈরি হতে পারে নিম্নচাপ। এর ফলে রাজ্যে ভারী বৃষ্টি না হলেও হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে স্বল্পবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী চার-পাঁচ দিন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কার্যত নেই। জলীয় বাষ্পের পরিমাণ সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বাড়ার কারণে সকালের দিকে কিছু কিছু এলাকায় সকালের দিকে কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হবে। বুধবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উপকূলের জেলায়। পূর্ব মেদিনীপুর দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা কিছু অংশে ঝিরঝিরে বৃষ্টি হতে পারে।
নভেম্বর মানেই উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার আদর্শ সময়। রবিবার থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও। আগামী ৪-৫ দিন তাপমাত্রার কোন হেরফের নেই যদিও।
অন্যান্য রাজ্যে :
কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে বিহারে। আগামী ৩-৪ দিন ঘন কুয়াশার দাপট থাকতে পারে বিহারের কিছু অংশে। এছাড়াও কুয়াশা থাকবে উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের কিছু জেলায়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ও শুক্রবারে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ।
আগামী ৭ দিন কলকাতায় কেমন আবহাওয়া থাকবে ? ৭ দিনের পূর্বাভাস দিল আইএমডি
সূত্র https://city.imd.gov.in/
7 Day's Forecast/Warnings | ||||||||
Date | Min Temp | Max Temp | Forecast | Warnings | RH 0830 | RH 1730 | ||
06-Nov | 23.0 | 33.0 | Partly cloudy sky | No warning | 0 | 0 | ||
07-Nov | 22.0 | 33.0 | Mainly Clear sky | No warning | 0 | 0 | ||
08-Nov | 22.0 | 32.0 | Mainly Clear sky | No warning | 0 | 0 | ||
09-Nov | 22.0 | 32.0 | Mainly Clear sky | No warning | 0 | 0 | ||
10-Nov | 22.0 | 32.0 | Partly cloudy sky | No warning | 0 | 0 | ||
11-Nov | 22.0 | 32.0 | Partly cloudy sky | No warning | 0 | 0 |
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।