TMC Scam : নিরাপত্তা রক্ষীর চাকরিও বিক্রি ! তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ পশ্চিম বর্ধমানে
West Burdhaman News : কাঁকসা থানায় জমা পড়েছে গণস্বাক্ষর করা অভিযোগপত্র। পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল প্রধান। পঞ্চায়েত ভোটে জবাব দেবে মানুষ, খোঁচা বিজেপির ।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান : কাঁকসার (Kanksa) বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থায় নিরাপত্তা রক্ষীর চাকরি বিক্রির অভিযোগ। তৃণমূল (TMC) পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন দলেরই একাংশ। সংস্থার গেটের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি, কাঁকসা থানায় জমা পড়ল গণস্বাক্ষর করা অভিযোগপত্র। পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল প্রধান। পঞ্চায়েত ভোটে জবাব দেবে মানুষ, খোঁচা বিজেপির (BJP)।
কেলেঙ্কারির পাহাড়ে এবার বিক্রি নিরাপত্তা রক্ষীর চাকরিও !
নিয়োগ দুর্নীতি। গরু পাচার থেকে কয়লা পাচার। বাংলায় একের পর এক কেলেঙ্কারির অভিযোগে, জেলে রাজনৈতিক নেতারা। তার মধ্যেই এবার পশ্চিম বর্ধমানের (Paschim Burdhaman) কাঁকসায় ফের উঠল চাকরি চুরির অভিযোগ। টাকার বিনিময়ে কাঁকসার একটি বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থায় নিরাপত্তা রক্ষী নিয়োগের (Security Guard Recruitment Scam) অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। স্থানীয়দের একাংশের অভিযোগ, এলাকার যুবকদের বঞ্চিত করে, টাকার বিনিময়ে বহিরাগতদের নিয়োগ করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। স্থানীয় ছেলেরা কাজ পাচ্ছেন না এই অভিযোগ তুলে প্রতিবাদে কারখানার গেট বন্ধ করে সোমবার সকালে বিক্ষোভ দেখান এলাকার তৃণমূল কর্মীদেরই একাংশ। এদিকে, তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জানিয়ে কাঁকসা থানায় গণস্বাক্ষর-সহ চিঠি জমা দেওয়া হয়েছে।
অভিযোগ অস্বীকার, দাবি-পাল্টা দাবি
পশ্চিম বর্ধমানের মলানদিঘি পঞ্চায়েতের প্রধান তথা অভিযুক্ত তৃণমূল নেতা পীযূষ মুখোপাধ্যায় অবশ্য সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, 'দলের নির্দেশ মতো কাজ করি, নিয়োগে কোন অনিয়ম করিনি। মিথ্যে অভিযোগ করা হচ্ছে, প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব।' যদিও, কারখানার গেটে বিক্ষোভকারীদের সঙ্গে দলের যোগ নেই বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিজেপি আবার এনিয়ে পাল্টা সুর চড়িয়েছে।
গোটা ঘটনা নিয়ে শুরু হয়ে রাজনৈতিক তরজা। কাঁকসা ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য বলেছেন, 'দলের নির্দেশ আছে কলকারখানা বন্ধ করে তার সামনে বিক্ষোভ দেখানো যাবে না। নির্দেশ অমান্য করে যাঁরা এই কাজ করেছে, তাঁদের সঙ্গে দলের সম্পর্ক নেই।' পাল্টা কাঁকসার বিজেপি মণ্ডল সভাপতি ইন্দ্রজিৎ ঢালি বলেছেন, 'বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীর চাকরিও বিক্রি করে দিচ্ছে তৃণমূল। বহিরাগতদের নিয়ে এসে টাকার বিনিময়ে এসব করছে। মানুষ জবাব দেবে।'
আরও পড়ুন- কলকাতা পুরসভার নিয়োগেও দুর্নীতির অভিযোগ, ফিরহাদের পাল্টা ' প্রমাণ হলে আত্মাহুতি দেব'