Land Collapsed : খেলার মাঠে ধস নেমে আতঙ্ক ছড়াল পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে
West Burdhaman : গত ৫ সেপ্টেম্বর এই খেলার মাঠে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই সময় ধস নামলে ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। মাঠের পাশে রয়েছে বসতি। ধসের জেরে আতঙ্কে এলাকার বাসিন্দারা।
কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান : খেলার মাঠে ধস নেমে আতঙ্ক ছড়াল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) রানিগঞ্জে। শুক্রবার সকালে আচমকা বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান ইসিএলের এক আধিকারিক ও রানিগঞ্জ থানার পুলিশ (Ranigung Police Station)। ধস কবলিত জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে।
ধসে বসে গেছে মাঠের অনেকখানি অংশ। তৈরি হয়েছে বড় গর্ত। দুর্ঘটনা এড়াতে ঘিরে রাখা হয়েছে ধস কবলিত এলাকা। খেলার মাঠে বড়সড় ধস নামায় আতঙ্ক ছড়াল পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে। শুক্রবার সকালে তখন সবে ঘুম ভেঙেছে রানিগঞ্জের ৩ নম্বর কোয়ারডি এলাকার বাসিন্দাদের। সকাল ৬ টা নাগাদ মাঠে গিয়েছিলেন ২ যুবক। আচমকা একটা বিকট শব্দ শুনতে পান তাঁরা। চোখের সামনেই নিমেষে ধস নামে খেলার মাঠে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানিগঞ্জ থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন ইসিএলের এক আধিকারিকও। রানিগঞ্জের এক স্থানীয় বাসিন্দা বলেছেন, 'সকালে ২ জন মুখ ধুতে যাচ্ছিল। হঠাৎ একটা শব্দ। উপর দিকে তাকাচ্ছে। তাকানোর পর দেখা যাচ্ছে ধস নেমে গেছে। ধস নামতে নামতে এতটা গর্ত হয়ে পড়ল। অনেক গর্ত হয়ে গেল। মানুষ জন ভয়ে এখন থেকেই বলছি জিনিসপত্র বার করব কি না।'
রানিগঞ্জের ইসিএল আধিকারিক সোমনাথ মুখোপাধ্যায় বলেছেন, 'এগুলোর নীচে আমরা এখন আন্দাজ করছি হয়তো জাতীয়করণের আগে অনেক মাইনস চলত। তারা হয় তো গাইডলাইন ছাড়াই মাইনস চালিয়েছে। যখন যখন এরকম হচ্ছে আমরা ব্য়বস্থা নিচ্ছি। এখন অস্থায়ী ফেন্সিং করব। আগেকার চালানো কোনও ওয়ার্কিং আছে হয়তো। সেগুলো মাটিগুলো ধসছে। মাটি টানছে। জাতীয়করণের আগে যখন মাইনস চলত তখনকার ঘটনা।'
গত ৫ সেপ্টেম্বর এই খেলার মাঠে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই সময় ধস নামলে ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। মাঠের পাশে রয়েছে বসতি। ধসের জেরে আতঙ্কে এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন- অভিষেকের মহকুমা-ঘোষণা ফ্যাক্টর ? ধূপগুড়ি হারিয়ে উত্তর খুঁজছে বিজেপি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন