West Burdwan: ভিন রাজ্যে ডাকাতি করে এরাজ্যে 'আশ্রয়', দুর্গাপুর থেকে পাকড়াও দুই
Dacoity News: চাদর ব্যবসায়ী পরিচয় দিয়ে প্রথমে ঘর ভাড়া। তারপরেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতি।
মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: অন্ধ্রপ্রদেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতি (Dacoity News) করে এরাজ্যে গা ঢাকা। লক্ষাধিক টাকার গয়না এবং নগদ টাকা লুঠের অভিযোগ। দুই রাজ্যের পুলিশের তৎপরতায় অবশেষে জালে দুই দুষ্কৃতী।
ডাকাতি করে এরাজ্যে গা ঢাকা: চাদর ব্যবসায়ী পরিচয় দিয়ে প্রথমে ঘর ভাড়া। তারপরেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতি। লকার ভেঙে ১ কোটি ৫০লক্ষ টাকার সোনা আর ২৭ লক্ষ টাকা নগদ লুঠ। অন্ধ্রপ্রদেশের কাকিনারা থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে ওই দুই দুষ্কৃতী অক্ষয় আম্বুরে ও হরিশ মিলিন্দ গায়কোয়াড মহারাষ্ট্রের বুলধানা এলাকার বাসিন্দা। খোঁজ নিয়ে জানতে ওই এলাকায় তারা নেই। শুরু হয় মোবাইল লোকেশন ট্র্যাক। তাতেই জানা যায় দুই দুষ্কৃতির রয়েছে দুর্গাপুর থানার মেনগেট এলাকায়। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের (Asansol–Durgapur Police Commissionerate) সঙ্গে যোগাযোগ করে অন্ধ্রপ্রদেশের কাকিনারা থানার পুলিশ। এরপরই তদন্ত শুরু করে দুর্গাপুর থানার পুলিশ।
তদন্তে উঠে আসে, গত কয়েক সপ্তাহ ধরে ওই দুই দুষ্কৃতী ট্রাকের চালক ও খালাসির কাজ করছিল। দুর্গাপুর ইস্পাত কারখানাতেও ওই গাড়িতে করে কারখানার সামগ্রীও পৌঁছে দেওয়ার কাজ করে তারা। সোমবার বিকেলে মেন গেট এলাকা থেকেই গ্রেফতার হয় অক্ষয় আম্বুরে ও হরিশ মিলিন্দ গায়কোয়াড। বাজেয়াপ্ত করা হয় ট্রাকটিকেও। অন্ধ্রপ্রদেশের কাকিনারা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে দুর্গাপুর থানার পুলিশ। বুধবার ধৃতদের ট্রানজিট রিমান্ডের আবেদন করে তোলা হয় মহকুমা আদালতে। অন্ধ্রপ্রদেশ পুলিশ পৌঁছয় দুর্গাপুরে। অন্ধ্রপ্রদেশ পুলিশ সূত্রে খবর, সাত জনের দুষ্কৃতী দল ওই রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে ডাকাতি করে। তারপরেই পশ্চিম বর্ধমানে আশ্রয় নেয়। ট্রানজিট রিমান্ডে নিয়ে তদন্তের গতি আনা হবে বলেও জানিয়েছে পুলিশ।
চলতি মাসেই মালদায় হবিবপুর সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। হবিবপুরের বুলবুলচণ্ডী বাজারে অরুণা মার্কেটে হানা দেয় ৬-৭ জনের সশস্ত্র ডাকাতদল। বাজারের এক বস্ত্র ব্যবসায়ী সেই সময় তাঁর দোকানে ছিলেন। অভিযোগ, তাঁর মুখ-হাত বেঁধে রেখে, খুনের হুমকি দিয়ে সোনার দোকানের শাটারের তালা ভেঙে ভিতরে ঢুকে লুঠপাট চালায় ডাকাতরা। তারপর বোমা ছুড়তে ছুড়তে পালায় বলে অভিযোগ। স্বর্ণ ব্যবসায়ী দাবি করেন, কয়েক লক্ষ টাকার সোনা-রুপো খোয়া গিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Purulia News: আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ, ক্লোজ করা হল অভিযুক্ত OC-কে