West Burdwan: জমি ভরাট করে দখলের চেষ্টার অভিযোগে পুলিশের সামনেই ব্যবসায়ীকে বেধড়ক মারধর গ্রামবাসীদের
কিল, চড়, লাথি, ঘুষি থেকে শুরু করে লাঠি-বাঁশের বাড়ি-- বাদ যাচ্ছে না কিছুই...
![West Burdwan: জমি ভরাট করে দখলের চেষ্টার অভিযোগে পুলিশের সামনেই ব্যবসায়ীকে বেধড়ক মারধর গ্রামবাসীদের West Burdwan Villagers beat businessman in front of police alleged land grab at Raniganj West Burdwan: জমি ভরাট করে দখলের চেষ্টার অভিযোগে পুলিশের সামনেই ব্যবসায়ীকে বেধড়ক মারধর গ্রামবাসীদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/22/ad0b13cbf2ae70bc2c93e43b4569488f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কৌশিক গাঁতাইত, রানিগঞ্জ: জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রানিগঞ্জের রানিসায়র এলাকায়। পুলিশের সামনেই জমি ব্যবসায়ীকে মারধর করেন স্থানীয়রা।
মাটিতে পড়ে আছেন জমি ব্যবসায়ী। তাঁকে ঘিরে এলোপাথাড়ি মারছেন একদল গ্রামবাসী। কিল, চড়, লাথি, ঘুষি থেকে শুরু করে লাঠি-বাঁশের বাড়ি-- বাদ যাচ্ছে না কিছুই।
পুলিশ আছে। কিন্তু মারমুখী গ্রামবাসীদের সামাল দিতে কার্যত কালঘাম ছুটছে তাঁদের। এমনকী, পুলিশ যখন ব্যবসায়ীকে বের করে নিয়ে যাচ্ছে, তখনও তাড়া করছেন গ্রামবাসীরা।
এমনই ছবি দেখা গেল পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের রানিসায়রের। এখানে আদিবাসী পাড়ায় সরকারি জমির পাশাপাশি বেশ খানিকটা জলা জমি আছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, সেই জমি ভরাট করে দখলের চেষ্টা করছেন রানিগঞ্জের জমি ব্যবসায়ী পরাগ বন্দ্যোপাধ্যায়।
স্থানীয় সূত্রের দাবি, রানিসায়র এলাকায় এর আগেও জমি দখলের চেষ্টা হয়েছিল। রবিবার জমি ব্যবসায়ী এলাকায় ঢুকতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লাঠি-বাঁশ নিয়ে জমি ব্যবসায়ী ও তাঁর সঙ্গীর ওপর চড়াও হন গ্রামবাসীরা।
এলাকাবাসীর অভিযোগ, জমি তাঁদের কাজে লাগে গবাদি পশুচারণের কাজে। কাজে লাগে শৌচকর্মেও। জমির দখল নেওয়া ব্যক্তিদের কাছে বারবার অনুরোধ করা হয় ওই জমি দখল না নিতে।
তাঁদের দাবি, গোটা ঘটনার কথা জানানো হয় পঞ্চায়েত দফতরেও। কয়েক ঘণ্টা কাজ বন্ধ রেখে গতকাল রাতে আবার ওই জমি ভরাটের কাজ শুরু করে জমি ব্যবসায়ী। তখনই প্রতিবাদ করে কাজ বন্ধ করে দেওয়া হয়।
আজ সকালে ফের কাজ শুরু করলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু পুলিশের সামনেই জমি ব্যবসায়ী পরাগ ব্যানার্জি কে ব্যপক মারধর করা হয়।
রানিগঞ্জ রানিসায়র আদিবাসী পাড়ার বাসিন্দা সীমা বাউড়ি বলেন, আমরা বহুবার আটকেছি, এগুলো নিও না, ও কোনও কথা শুনছে না, কাল রাত থেকে আবার কাজ শুরু করেছে, কাল রাতে আটকেছিলাম, জমিটা আমরা দেব না।
মারমুখী গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করে কোনওক্রমে ওই জমি ব্যবসায়ীকে এলাকা থেকে বের করে আনে পুলিশ। কোনওভাবে প্রান বাঁচিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান তিনি।
আক্রান্ত জমি ব্যবসায়ী পরাগ বন্দ্যোপাধ্যায় বলেন, জমি বৈধ বা অবৈধ ভাবে নেওয়া হয়েছে, সেটা দেখার দায়িত্ব প্রশাসনের, এটা সাধারণ মানুষ দেখবেন না।
আসানসোলের মহকুমাশাসক জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)