Durgapur: লক গেট বসানোর কাজ চলছে, তাই বন্ধ দুর্গাপুর ব্যারাজ
Durgapur: রাত ১১ টা থেকে ভোর ৪ টে পর্যন্ত আপদকালীন পরিষেবা ছাড়া সমস্ত যান চলাচল বন্ধ থাকবে বলে নির্দেশ জারি করেছে বাঁকুড়া জেলা প্রশাসন। এবার ৭ নম্বর লক গেট পরিবর্তন করা হবে।
![Durgapur: লক গেট বসানোর কাজ চলছে, তাই বন্ধ দুর্গাপুর ব্যারাজ west burdwan Work will be done to install new lock gate, closed Durgapur Barrage Durgapur: লক গেট বসানোর কাজ চলছে, তাই বন্ধ দুর্গাপুর ব্যারাজ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/19/cc216f330ef3c881ffc11340737aaa06_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ফের বন্ধ দুর্গাপুর ব্যারাজ। নতুন লক গেট বসানোর জন্য আজ ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারাজ দিয়ে দুর্গাপুর-বাঁকুড়ার যোগাযোগ। ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপুর ব্যারাজের উপর দিয়ে রাত ১১ টা থেকে ভোর ৪ টে পর্যন্ত আপদকালীন পরিষেবা ছাড়া সমস্ত যান চলাচল বন্ধ থাকবে বলে নির্দেশ জারি করেছে বাঁকুড়া জেলা প্রশাসন। এবার ৭ নম্বর লক গেট পরিবর্তন করা হবে বলে সেচ দফতর সূত্রে জানা গিয়েছে। বর্ষার মরসুম থাকার জনেই গেট পরিবর্তনে পাঁচ দিনের সময়সীমা নেওয়া হলেও শুষ্ক আবহাওয়া থাকলে তিন থেকে চার দিনের মধ্যেই পুরোনো লক গেট পরিবর্তন করে নতুন লক গেট বসানো সম্ভব হবে বলেই মনে করছেন সেচ দফতরের আধিকারিকেরা।
সেচ দফতরের দুর্গাপুর ব্যারাজের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গৌতম বন্দ্যোপাধ্যায় জানান, "নতুন লক গেট বসানোর জন্যে রাতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। লক গেট বসানোর কাজ সম্পূর্ণ হলেই খুলে দেওয়া হবে ব্যারাজের যান চলাচল।" অ্যাম্বুলেন্স, দমকল ছাড়াও জরুরি পরিষেবাকে ছাড় দেওয়া হয়েছে। উল্লেখ্য, দামোদর নদের উপর নির্মিত দুর্গাপুর ব্যারাজের ৩৪ টি লক গেটের মধ্যে ইতিমধ্যেই ১০ টি নতুন গেট বসানো হয়েছে। আরো ৭ টি পুরোনো লক গেটের জায়গায় নতুন লক গেট বসানো হবে বলে সেচ দফতর সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: সাতসকালে মা উড়ালপুল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু এক ব্যবসায়ীর
ভারী বৃষ্টিতে (Heavy Rain) বেড়েছে জল। কিছুদিন আগে দেখা গিয়েছিল যে সকাল থেকে দফায় দফায় জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজ (Durgapur Barrage)। ব্যারেজ থেকে ৭৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। ১ লক্ষ ২৮ হাজার ৬৭৫ কিউসেক জল ছাড়া হল। ব্যারেজের প্রতিটি লকগেট খুলে দেওয়া হয়েছে। জল ছাড়ার পরিমাণ আরও কিছুটা বাড়বে বলে খবর সেচ দফতর সূত্রে। দামোদরের জল বাড়ার ফলে প্লাবনের আশঙ্কায় বিস্তীর্ণ এলাকা। পূর্ব বর্ধমান, হুগলী এবং হাওড়ার একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)