West Medinipur News: কন্যাসন্তান প্রসবের জের! বিবাহিত দিদিকে খুপিয়ে খুনে ধৃত ভাই
West Medinipur News: বাপের বাড়িতে বসে টিভি দেখার সময় আচমকা পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের দিদিকে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে দাসপুরের কল্যাণপুরে।
সোমনাথ দাস, দাসপুর: কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে কিছুদিনের জন্য বাপের বাড়িতে ঘুরতে এসেছিলেন এক যুবতী। বাপের বাড়িতে বসে তিনি যখন টিভি দেখছিলেন তখন তাঁকে পিছন থেকে আচমকা ধারালো একটি অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় তাঁর ভাই (Medinipur murder) । এর ফলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মৃত্যু হয় ওই যুবতীর। বুধবার দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার কল্যাণপুর গ্রামে । খবর পেয়ে পুলিশ গিয়ে মৃত যুবতীর অভিযুক্ত ভাই ও তার বাবাকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে এই ঘটনার (West Medinipur News) খবর জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কল্যাণপুর গ্রামের বাসিন্দা সুকুমার বধুকের মেয়ে ২৭ বছরের কৃষ্ণা লেবুর বিয়ে হয়েছে দাসপুরের মহিষঘাটা গ্রামে। সম্প্রতি তাঁর একটি কন্যা সন্তান হওয়ায় বাপের বাড়ি কল্যাণপুর গ্রামে ঘুরতে এসেছিলেন তিনি। বুধবার দুপুরে তিনি যখন বাড়িতে বসে টিভি দেখছিলেন তখন আচমকা পিছন থেকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে তাঁর ভাই লক্ষ্মীকান্ত বধুক। বিষয়টি নিয়ে চেঁচামেচির জেরে ওই বাড়িতে দৌড়ে এসে অভিযুক্ত যুবকের হাতে একটি ধারালো অস্ত্র দেখতে পান স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা। পাশাপাশি মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন কৃষ্ণাকে। বাপের বাড়িতে ঘুরতে এসে কৃষ্ণাদেবী কেন ভাইয়ের হাতে এভাবে খুন হলেন তা বুঝে উঠতে পারেননি কেউ। পরে অবশ্য অভিযুক্ত যুবককে বাড়ির মধ্যে আটকে রেখে পুলিশকে খবর দেন এলাকার লোকজন।
খবর পেয়ে দাসপুর থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে কৃষ্ণার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি তাঁর অভিযুক্ত ভাই লক্ষ্মীকান্ত বধুক ও তাঁর বাবা সুকুমার বধুককে আটক করে দাসপুর থানায় নিয়ে যায়। বিষয়টির খবর জানাজানি হতেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়। অভিযুক্তের কঠিন শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Malda News: বেহাল রাস্তা মেরামতের দাবি, মালদাতে মাছের জাল ফেলে বিক্ষোভ গ্রামবাসীদের