West Midnapore: ৯৬ ঘণ্টা বন্ধ থাকবে বীরেন্দ্র শাসমল সেতু, কোন পথে যাতায়াত?
Bridge Maintenance: জেলা প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ১৭ই অগাস্ট রাত ১১ টা থেকে ২১ অগাস্ট রাত ১১ট পর্যন্ত বন্ধ থাকবে সেতু।
সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর: ৯৬ ঘণ্টা বন্ধ থাকবে বীরেন্দ্র শাসমল সেতু। জানাল পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলা প্রশাসন। মেদিনীপুর ও খড়্গপুর শহরের অন্যতম সংযোগস্থল তথা ৬০ নং জাতীয় সড়কের উপর এই সেতু। একমাত্র আপৎকালীন পরিষেবার ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়।
কেন বন্ধ সেতু?
জেলা প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ১৭ই অগাস্ট রাত ১১ টা থেকে ২১ অগাস্ট রাত ১১ট পর্যন্ত বন্ধ থাকবে সেতু। বুধবার সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, শুধু অ্যাম্বুলেন্স এবং এমার্জেন্সি গাড়ির ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়। পাশাপাশি বেশ সেতুর বিভিন্ন প্রান্তে ডাইভারসান পয়েন্ট করা হয়েছে। যেখানে ২৪*৭ পুলিশ মোতায়েন করা হয়েছে।
শুরু রাজনৈতিক তরজা: অন্যদিকে, এই ঘটনা নিতে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল চাপানউতোর। বিজেপির দাবি, সেতু সমস্যার স্থায়ী সমাধান না করে এভাবে দুর্ভোগে ফেলা হচ্ছে সাধারণ মানুষকে। অন্যদিকে, তৃণমূলের দাবি সেতুটি জাতীয় সড়কের উপর, তাই কেন্দ্রের এটি করার কথা থাকলেও তারা সেভাবে দ্রুত এগিয়ে না আসাতেই এই দুর্ভোগ।
অন্যদিকে, মেট্রো রেলের কাজের জন্য সেক্টর ফাইভের রোড ডাইভারশন হয়েছে। টেকনোপলিস মোড়ের আগেই কাজ হচ্ছে মেট্রোর। সেই কাজের জন্যই কলকাতামুখী রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে আগামী কয়েক মাসের জন্য। কলকাতা যাওয়ার জন্য আলাদা রাস্তা দিয়ে যাতায়াত করার আবেদন জানায় বিধান নগর পুলিশ কমিশনারেট।জট কাটিয়ে অবশেষে শুরু হয়েছে টেকনোপলিস মোড়ের কাছে নবদিগন্ত মেট্রো স্টেশন তৈরির কাজ। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো প্রকল্পের এটি হবে ১৩ তম স্টেশন। ১৮০ মিটার লম্বা ও ৩৫ মিটার চওড়া এই মেট্রো স্টেশনের কাজ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
কোন পথে পৌঁছবেন গন্তব্যে?
- নিউ টাউন নারকেল বাগান মোড় থেকে এম আর ধরে চিংড়ি ঘাটার দিকে যাওয়া যাবে।
- আবার সল্টলেকের দিকে যেতে গেলে যেতে পারবে।
- নারকেল বাগান মোড় থেকে নতুন ব্রিজ ধরে গোদরেজ ওয়াটার সাইট রিং রোড ধরে এসডিএফ হয়ে চিংড়িঘাটা যাওয়া যায়।
- নিউটাউন বক্স ব্রিজ থেকে নেমে কেয়া মোটর্স হয়ে ফিলিপস মোড়, আরএস সফটওয়্যার মোড় হয়ে যেতে পারবে কলকাতামুখী যান।
- এল বি রোড বা সল্টলেকের দিকে যাওয়ার প্রয়োজন হলে কেয়া মোটর্সের সামনে হয়ে টেকনো পলিস বিল্ডিংয়ের ব্যাক সাইড দিয়ে নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারেন
আরও পড়ুন: Jadavpur University: 'ঘেরাও করেছেন পড়ুয়ারা, তাই যেতে পারছি না,' পুলিশকে জানালেন ডিন অফ স্টুডেন্টস