West Midnapore News: ঘাটালে চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ, তদন্তে পুলিশ
Death of a Newborn: জানা গিয়েছে ডেবরা থানা (Debra Police Station) এলাকার বাসিন্দা সোমা দাসের ১৩ নভেম্বর ভোররাতে প্রসব যন্ত্রণা শুরু হয়। তাঁকে ঘাটালের ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।
সোমনাথ দাস, ঘাটাল: চিকিত্সার গাফিলতিতে পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) ঘাটালে (Ghatal) সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ। পরিবার সূত্রে খবর, গত রবিবার নার্সিংহোমে ভর্তি হওয়ার পর, কন্যাসন্তানের জন্ম দেন প্রসূতি। পরিবারের অভিযোগ, প্রাথমিকভাবে মা ও শিশু সুস্থ রয়েছে বলে জানানো হলেও, পরে শিশুর অবস্থার অবনতি হয়। সেইসময় বিশেষজ্ঞ চিকিত্সক দেখেননি। আশঙ্কাজনক অবস্থায় শিশুকে অক্সিজেন ছাড়াই বাইকে করে নার্সিংহোমের এক কর্মী ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে শিশুকে মৃত বলে ঘোষণা করা হয় বলে অভিযোগ। মৃত শিশুর পরিবার ঘাটাল থানায় অভিযোগ দায়ের করে। গাফিলতির অভিযোগ অস্বীকার নার্সিংহোম কর্তৃপক্ষের।
জানা গিয়েছে ডেবরা থানা (Debra Police Station) এলাকার বাসিন্দা সোমা দাসের ১৩ নভেম্বর ভোররাতে প্রসব যন্ত্রণা শুরু হয়। তাঁকে ঘাটালের ওই বেসরকারি নার্সিংহোমে (Private Nursing Home) ভর্তি করা হয়। সকাল সাড়ে ৭টা নাগাদ শিশু কন্যার জন্ম দেন সোমা। পরিবারের দাবি, নার্সিংহোম কর্তৃপক্ষ (Nursing Home Authority) জানায়, মা এবং সন্তান দুজনেই সুস্থ আছে। পরিবারের সদস্যদের দাবি, তাদের মতামত না নিয়েই শিশুরোগ বিশেষজ্ঞকে দেখায় নার্সিংহোম কর্তৃপক্ষ। ওই চিকিৎসক শিশুর স্টোমাক ওয়াশের কথা বলে। পরিবারের অভিযোগ, শিশুর নাকে নল ঢুকিয়ে ওয়াশ করার পরই শিশুর শরীরে একাধিক সমস্যা দেখা দেয়। অভিযোগ, শিশুর চিকিৎসার ব্যবস্থা না করে শুধুমাত্র অক্সিজেন দেওয়া হয়। স্যালাইনের বোতল কেটে তা অক্সিজেন মাস্ক হিসেবেও ব্যবহার করা হয় বলে অভিযোগ।
পরিবারের দাবি, গত রবিবার শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হলে অক্সিজেন ছাড়াই ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এর কয়েকঘণ্টার পরই ওই শিশু কন্যার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, যিনি স্টোমাক ওয়াশ করেছিলেন, তিনি চিকিৎসকই না। এমনকী পরিবারের সদস্যরা পরিচয় জানতে চাইলে তা জানাতে অস্বীকার করে নার্সিংহোম কর্তৃপক্ষ। শুধু তাই নয়, প্রাথমিকভাবে শিশু কন্যার মৃত্যুর অভিযোগ নিতে অস্বীকার করে ঘাটাল থানার পুলিশ। পরে অবশ্য অভিযোগ নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: Malda News: টাকার দাবিতে মায়ের কোল থেকে নিয়ে তিন ঘণ্টা আটকে রাখার অভিযোগ, মৃত্যু সদ্যোজাতর