West Midnapore: হিরণের প্রাণ সংশয়? কী বললেন বিজেপির তারকা বিধায়ক?
West Midnapore News: ১৫ দিন পর আবার নতুন অভিযোগ করবেন বিজেপির তারকা বিধায়ক। হিরণের অভিযোগ উড়িয়ে, পাল্টা কটাক্ষ করেছেন জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অজিত মাইতি।

বিশ্বজিৎ দাস, খড়গপুর: বাইরে থেকে শ্যুটার এসে আমাকে খুন করে দিয়ে চলে যাবে। রাখিবন্ধন উপলক্ষে একটি অনুষ্ঠানে আজ এমনই চাঞ্চল্যকর আশঙ্কার কথা জানালেন খড়গপুরের (Kharagpur) তারকা বিজেপি (BJP) বিধায়ক (MLA) হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। যদি কারা এই চক্রান্ত করছে, তা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। গত মাসে একই অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক। ১৫ দিন পর আবার নতুন অভিযোগ করবেন। হিরণের অভিযোগ উড়িয়ে, পাল্টা কটাক্ষ করেছেন জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অজিত মাইতি।
অনুব্রতর গ্রেফতারির পর গুড়, বাতাসা নিয়ে মিছিল হিরণদের
পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে গুড় বাতাসা, নকুলদানা নিয়ে মিছিল করল বিজেপি। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই বিরোধী দলগুলো বিভিন্ন মিছিল বের করেছে। সেই তালিকায় কংগ্রেস, সিপিআইমের সঙ্গে রয়েছে বিজেপিও। খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় দলীয় কর্মীদের নিয়ে ইন্দাবাজার এলাকায় পথচারীদের মদ্যে বাতাসা ও নকুলদানা বিলি করেন। বাজারের দোকানেও তা বিলি করা হয়।
এদিকে এই পরিস্থিতিতে পাল্টা হুমকি দিতে শোনা গেল ইলামবাজারের তৃণমূল নেতাকে। ‘ইলামবাজারে কেউ গুড়-বাতাসা নিয়ে মিছিল করলে পিঠে চড়াম চড়াম পড়বে’, তৃণমূলের ইলামবাজার ব্লক সাধারণ সম্পাদকের এমনই হুমকি-র ভিডিও এখন ভাইরাল।
কী হুমকি তৃণমূল নেতার ?
কেউ হুমকি দিলেন...বিরোধীদের মাজা ভেঙে দেওয়া হবে। কারও মুখে আবার শোনা গেল...গুড়-বাতাসা বিলি করলে পিঠে চড়াম চড়াম ডাক বাজবে। ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দুলাল রায় বললেন, যদি ইলামবাজারের দিকে কেউ কুচুর-কুচুর করে, যদি কেউ গুড়-বাতাসা বিলি করতে চায়, তাহলে তাদের পিঠের চামড়ায় চড়াম-চড়াম করে ঢাক বাজবে।
অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর, তাঁকে কটাক্ষ করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাতাসা-নকুলদানা বিলি করেছে বিরোধীরা। যা নিয়ে ইলামবাজারে, বিরোধীদের উদ্দেশ্যে পাল্টা হুঁশিয়ারি দিতে শোনা গেল ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদককে। পরে অবশ্য তার সাফাইও দিয়েছেন তিনি। বলেছেন, গুড়-বাতাসা কখন দেয়? যখন বৈশাখ মাসে প্রখর রোদ থাকে, তখন মানুষ ধর্ম করার জন্য গুড়ের বাতাসা দিয়ে আপ্যায়ন করে। এখন বৃষ্টি পড়ছে, তাহলে এখন গুড়-বাতাসা বিলির কারণ কী?
এদিকে এই ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বোলপুর বিজেপির সহ সভাপতি কাঞ্চন ঘোষ বলেন, দেখা যাক ইলামবাজারে তো গুড়-বাতাসা বিলি হবেই। দেখা যাক, কে কার পিঠে চড়াম চড়াম করে।























