West Midnapore News: 'সিবিআই-র ভয়ে কাঁপছে দিদি', গ্রাম পঞ্চায়েতে চুরির ঘটনায় বিস্ফোরক বিজেপি
BJP Attacks TMC on Theft issue : নিচে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, সেখানে চুরির কোনও ঘটনা হয়নি। তবে পশ্চিম মেদিনীপুরের গ্রাম পঞ্চায়েতে চুরির ঘটনায় ইতিমধ্যেই শুরু রাজনৈতিক তরজা।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: গ্রাম পঞ্চায়েতে তালা ভেঙ্গে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরে (West Midnapore)। উল্লেখ্য, নিচে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, সেখানে চুরির কোনও ঘটনা হয়নি। তবে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা থানার রানী সরাই দশ নম্বর গ্রাম পঞ্চায়েতে তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটছে। আর এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ (Police)।
গ্রাম পঞ্চায়েতে অফিসে আলমারি ভেঙ্গে চুরি করে পাঁচটি ল্যাপটপ ও কয়েক হাজার টাকা
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা থানা দশ নম্বর রানী সরাই গ্রাম পঞ্চায়েতে অফিসে একাধিক তালা ভেঙে চোরেরা ভিতরে ঢুকে আলমারি ভেঙ্গে চুরি করে পাঁচটি ল্যাপটপ ও কয়েক হাজার টাকা। গ্রাম পঞ্চায়েত অফিসের স্বসহায়ক দলের অফিসে ছিল। আর সেই সহায়ক দলের অফিসের আলমারি ভেঙ্গে প্রায় ১৬ হাজার টাকা ও চোরেরা নিয়ে গিয়েছে বলে দাবি স্বসহায়ক দলের। আজ সকালে অফিসে কর্মীরা এসে দেখে গ্রাম পঞ্চায়েতের অফিসের সমস্ত আলমারি ও তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তারপর বেলদা থানার পুলিশে খবর দেওয়া হয় ।
চুরির খবর পেতেই বিক্ষোভ বিজেপির, ভাঙা তালা ও নমুনা সংগ্রহ পুলিশের
চুরির খবর পাওয়ার পর বেশকিছু বিজেপি কর্মী সমর্থকরা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে এসে বিক্ষোভ দেখান। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলদা থানার পুলিশ ও বেলদা এপডিপিও শামীম বিশ্বাসের নেতৃত্বে পুলিশ বাহিনী এসে গোটা ঘটনা তদন্ত করে এবং ভাঙা তালা ও নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, যে সমস্ত আলমারি ভাঙ্গা হয়েছে সেগুলোকে এই মুহূর্তে যাতে কেউ না হাত দেয় তার জন্য ঢাকা দিয়ে রাখা হবে। পরে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞকে নিয়ে এসে আগুনের ছাপ সংগ্রহ করা হবে। এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে গোটা ঘটনা তদন্ত চালাচ্ছে বেলদার এসডিপিওর নেতৃত্বে বেলদা থানার পুলিশ।
পরপর দুইবার গ্রাম পঞ্চায়েত অফিসের চুরি
এক মাসের মধ্যে পরপর দুইবার গ্রাম পঞ্চায়েত অফিসের চুরি নারায়ণগড় ব্লকে আর পর পর চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছেড়েছে গোটা এলাকায় গত ইংরেজি মাসের ২৯ সেপ্টেম্বর চুরির ঘটনা ঘটেছিল বেলদা থানারই মান্না এগারো নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে আর এবার চুরির ঘটনা ঘটলো এই ব্লকেরই দশ নম্বর রানী সরাই গ্রাম পঞ্চায়েত অফিসে। একই মাসে পর পর দুটি গ্রাম পঞ্চায়েত অফিস চুরির ঘটনায় শুরু হয়েছে বিজেপি তৃণমূল রাজনৈতিক তরজা।
'সিবিআইয়ের ভয়ে কাঁপছে দিদি'
বিজেপির সাধারণ সম্পাদক ব্লকের বিজেপির তরুণ রাউত তিনি বলেন, 'এটা চুরি ঠিক নয়, ইচ্ছে করেই চুরি প্রি-প্ল্যান্ড চুরি করানো হয়েছে। দিদি সিবিআইয়ের ভয়ে থরথর করে কাঁপছে। কয়েকদিন আগে বেলদাতে দিলীপ ঘোষ বলেছিলেন পঞ্চায়েতে যারা দুর্নীতি করেছে, তাদেরকে ছাড়া হবে না। সিবিআই তাদের গ্রেফতার করবে। এবং যে সরকারি আধিকারিক দুটি গ্রাম পঞ্চায়েত অফিসের দায়িত্বে রয়েছেন তিনিও এই বিষয়ে অবগত রয়েছেন', বলে দাবি করেন বিজেপির নেতা। কারণ দুটি গ্রাম পঞ্চায়েত অফিসে একই পদ্ধতিতে চুরি হয়েছে। তৃণমূলীরা তারা তাদের দুষ্কৃতিদের এই কাজে লাগিয়েছে। উপযুক্ত পুলিশ প্রশাসনের কাছে তদন্তের দাবী জানাই তদন্ত হলে প্রত্যেকটা তৃণমূল নেতার সঙ্গে জড়িত আছে, প্রমাণ হয়ে যাবে।
'বিজেপির এই মিথ্যাচার চলবে না'
সেখানের তৃণমূলের প্রধান মানস ঘোষ বলেন, 'আজ সকালে এসে দেখি পঞ্চায়েত অফিসে ঢুকতে সমস্ত তালা গুলো ভাঙা হয়ে পড়ে রয়েছে। পাঁচটি ল্যাপটপ নিয়ে গেছে এবং সংঘের কিছু টাকা পয়সা নিয়ে গেছে এখনও হিসাব হয়নি। এটা মিথ্যে অভিযোগ করছে। সারা রাজ্যে এরা মিথ্যা কথা বলে তাই এখানেও সেই মিথ্যে কথা বলছে। আমরা পুলিশকে জানিয়েছি সমস্ত বিষয়টা তদন্ত চলছে, বিজেপির এই মিথ্যাচার চলবে না।'
আরও পড়ুন, ডাকাতির আগে এখানেই পুজো দিত ডাকাতরা, কথিত আছে পুজোয় যুক্ত ছিলেন দেবী চৌধুরানী
'ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হবে'
গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ইনচার্জ সুদীপ রায় তিনি বলেন,' এসে যেখানে দেখি আলমারি কয়েকটা ভাঙা রয়েছে ল্যাপটপ গুলো পাওয়া যাচ্ছে না বাকি পুলিশকে আমরা খবর দিয়েছি পুলিশ এসে তদন্ত করছে উপরে একটি সংঘের অফিস ছিল। সেখান থেকে বেশ কিছু টাকা খোয়া গেছে। পুলিশ তদন্ত করছে। এবং আলমারিতে হাত দিতে না বলেছে পুলিশ। ওটা থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হবে', বলে জানিয়েছেন। এর আগে মান্না গ্রাম পঞ্চায়েত অফিস চুরি হয়েছিল সেগুলোও ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে পুলিশ তদন্ত চলছে। আগের গ্রাম পঞ্চায়েত অফিসে সিসি ক্যামেরা লাগানো থাকলেও চোরেরা সিসি ক্যামেরার ফুটেজ যাতে পুলিশ সংগ্রহ করতে না পারে তার হার্ডডিস্কি খুলে নিয়ে চলে গিয়েছিল ।আর এখানে কোনও সিসি ক্যামেরা লাগানো নেই। তবে নিচে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আশেপাশে সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চুরির ঘটনার পর গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ এবং বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে ।






















