West Midnapore News: নববর্ষের প্রথম দিনেই এল খারাপ খবর ! ঝড়-বৃষ্টিতে দুই মহিলার মৃত্যু পশ্চিম মেদিনীপুরে..
West Midnapore Bad Weather Dead: ঝড়-বৃষ্টিতে কাড়লো দুটি প্রাণ, মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরে

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড়-বৃষ্টিতে কাড়লো দুটি প্রাণ। একদিকে ঘাটাল থানার বার আনন্দী গ্রামের ঘটনা সোমবার রাত আটটা থেকে নটা নাগাদ ঝরে নারকেল গাছ ভেঙে মাথায় পড়ে ৪০ বছরের গৃহবধূ চন্দনা মন্ডলের। এবং এই গাছ পড়ে যাওয়ার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় চন্দনা মণ্ডলের। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরেরই গোয়ালতোড় এর হুমগড় গ্রামে গীতা লোহার নামে বছর ৬৫ এক মহিলা দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়। দুটি দেহকেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন, 'রোম যখন পুড়ছিল..', নববর্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা নিয়ে তীব্র কটাক্ষ শুভেন্দুর !
হাওয়া অফিস সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশ উপকূল ও ইয়ানাম সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। দক্ষিণ আসাম সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।১৬ এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে।দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশ থেকে উত্তর-পূর্ব তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা বিদর্ভের ওপর দিয়ে গেছে। আরও একটি অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত।যেটি ছত্রিশগড়ের উপর দিয়ে গেছে। বিহার থেকে ওড়িশা পর্যন্ত আরো একটি অক্ষরেখা যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে।
বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুই এক পশলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায়। ঝড়ের সম্ভাবনা কমবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি দু এক পশলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই।এর পরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে তার প্রভাব অনেকটা কমবে। আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড়ো পরিবর্তন নেই। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে; আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে।
উত্তরবঙ্গে মঙ্গলবারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ওপরের দিকের পার্বত্য এলাকায় হতে পারে। ঝড় বৃষ্টির কোন সতর্কতা নেই উত্তরবঙ্গে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বুধবারে ফের ঝড় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।ভিনরাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসাম, মেঘালয়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, বেশ কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে ওড়িশা এবং ঝাড়খণ্ডে।






















