West Midnapore: ট্রাক ড্রাইভারকে লক্ষ্য করে পরপর গুলি, খড়গপুরে ফের শ্যুটআউট
Kharagpur Shootout: গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থানার অন্তর্গত ৬০ নম্বর জাতীয় সড়কের জকপুর রেল ব্রিজের উপরে।
বিশ্বজিৎ দাস, খড়গপুর: খড়গপুরে (Kharagpur) ফের শ্যুটআউট। জকপুরে রেল ব্রিজের (Rail Bridge) কাছে ট্রাক ড্রাইভারকে লক্ষ্য করে গুলি। ছিনতাইয়ের উদ্দেশ্যে পরপর ৩ রাউন্ড গুলি। গুলিতে আহত হন ট্রাকের খালাসি। টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ।
খড়গপুরে ফের শ্যুটআউট: গতকাল রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থানার অন্তর্গত ৬০ নম্বর জাতীয় সড়কের জকপুর রেল ব্রিজের উপরে। পুলিশ সূত্রে খবর ওড়িশা থেকে কয়লা বোঝাই ট্রাক খড়গপুরে আসছিল। সেই সময় মোটর বাইরে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ট্রাকের সামনে দাঁড়িয়ে পরপর তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই কাজ করেছে তারা। গুলিতে আহত হন ট্রাকের খালাসি। আহত ব্যক্তির নাম নাজমুল শাকিল। নাজমুলকে প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজে (Midnapore Medical College) ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রেফার করা হয় SSKM-এ। ঘটনার তদন্তে নেমেছে খড়গপুর থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
জকপুর এলাকার স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান নান্টু দোলাই বলেন, "শুনেছি গতকাল রাতে জকপুর হাইওয়েতে যে ব্রিজ আছে সেই ব্রিজের ওখানে একটা ট্রাককে ধাওয়া করে এসে তাতে ৩ রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। সেইগুলিতে ট্রাকের খালাসি আহত হয়েছেন। পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে গেছে। এমন বহু ঘটনা ঘটেছে। আমরা গ্রামবাসীদের পক্ষ থেকেও পাহারা দিচ্ছি। প্রতিনিয়ত চেকিং চলছে ওই এলাকায়। রাত দুটোর সময় ঘটনা ঘটছে। আমরা চাইছি প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।''
চলতি মাসেই বজবজে (Budge Budge) বিয়ের অনুষ্ঠানে গুলি চালানোর ঘটনা ঘটে। আত্মীয়ের বিয়েতে গিয়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতা। পুলিশ সূত্রে খবর, ওই বিয়ের অনুষ্ঠানে শূন্যে গুলি ছোড়াকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে বচসা শুরু হয়। সেইসময় গুলি ছিটকে তৃণমূল নেতা প্রসেনজিৎ মিত্রর পিঠে লাগে। এসএসকেএমে তৃণমূল নেতার (Trinamool Congress) অস্ত্রোপচার হয়। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার পুলিশ (Diamond Harbor Police) জেলা। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স নেই বলে পুলিশ সূত্রে খবর। তৃণমূল নেতার (TMC Leader) পরিবারের তরফে অভিযোগ না হওয়ায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে।
আরও পড়ুন: Supreme Court: নিয়োগে ‘বেনামি আবেদন’ মামলা, হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের