Winter Weather Update: শীতের অপেক্ষায় শহর, পারদের ওঠানামা কী বলছে?
West Bengal Weather Update:পারদের ওঠানামায় বিভ্রান্ত শহরবাসী। ডিসেম্বরের মাঝামাঝি হতে চলল, কবে ঘুরে দাঁড়াবে শীত? সকালে যা পূর্বাভাস, তাতে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: পারদের (Temperature) ওঠানামায় (fluctuation) এখনও বিভ্রান্ত শহরবাসী (Kolkata)। ডিসেম্বরের (december) মাঝামাঝি হতে চলল, কবে ঘুরে দাঁড়াবে শীত? কী বলছে আবহাওয়া দফতর? সকালে যা পূর্বাভাস, তাতে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার কথা। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
কেন এরকম?
নিম্নচাপের মেঘ কাটতে কিছুটা হলেও ব্যাটিং শুরু করেছে উত্তুরে হাওয়া। গত কাল কলকাতায় এক ধাক্কায় ফের ২ ডিগ্রি পারদ নেমে গিয়েছিল। কিন্তু শীত নিয়ে আশার খবর শোনাতে পারেনি আবহাওয়া দফতর। আপাতত যা পূর্বাভাস তাতে এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। তবে আগামী ২৪ ঘণ্টা আকাশ মূলত পরিষ্কার থাকার কথা। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন থাকার কথা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াসে। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি।
ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতের আমেজে তাল কাটে
গত শনিবার দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতের আমেজে তাল কাটে পূর্ব ভারতের বাংলায়। এক রাতে দু’ডিগ্রির বেশি পারদ চড়ে কলকাতায়। শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি বেশি। শুক্রবার এই তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঘূর্ণিঝড় মান্দাসের পরোক্ষ প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের সব রাজ্যেই আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দেয় আলিপুর আবহাওয়া দফতর। তবে তার দুদিনের মধ্যেই ফের কমল শহরের তাপমাত্রা। তবে কনকনে শীত এখনও অধরাই। কলকাতায় আকাশ মেঘলা বা আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।
|