Anubrata Mondal: কোথায় দাঁড়াবে অনুব্রতর কনভয়? জানিয়েছিলেন জেলের এক আধিকারিক! বিস্ফোরক ইডি
Cow Smuggling Case: শক্তিগড়ে অনুব্রতর টেবিলে দেখা গিয়েছিল তুফান ও কৃপাময়কে। তাহলে কি অনুব্রতই খবর পাঠিয়েছিলেন তুফান, কৃপাময়ের কাছে? খতিয়ে দেখছে ইডি।

কলকাতা: অনুব্রতর (Anubrata Mondal) বিরুদ্ধে চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির। চার্জশিটে ইডি দাবি করেছে, ‘শক্তিগড়ে কোথায় দাঁড়াবে অনুব্রতর কনভয়, কোন দোকানে ব্রেকফাস্ট, আগেই জানিয়ে দিয়েছিলেন জেলের এক আধিকারিক! সুকন্যার গাড়িচালক তুফান মিদ্দা ও তৃণমূল নেতা কৃপাময় ঘোষকে জানিয়েছিলেন জেলের ওই আধিকারিক।’ চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির। শক্তিগড়ে অনুব্রতর টেবিলে দেখা গিয়েছিল তুফান ও কৃপাময়কে। তাহলে কি অনুব্রতই খবর পাঠিয়েছিলেন তুফান, কৃপাময়ের কাছে? খতিয়ে দেখছে ইডি।
কী ঘটেছিল?
গরু পাচার মামলায়, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার দিনই বিতর্ক তৈরি হয়েছিল। আসানসোল জেল থেকে কলকাতায় আসার পথে,শক্তিগড়ের একটি হোটেলে ব্রেকফাস্ট সারেন অনুব্রত মণ্ডল। ব্রেকফাস্ট টেবিলে তাঁর সঙ্গে দেখা যায় তিনজনকে। তাঁদের একজন, কৃপাময় ঘোষ। বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের নেতা। কৃপাময়ের উল্টোদিকে যিনি বসে ছিলেন, তিনি হলেন, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার গাড়ির চালক তুফান মিদ্যা।
চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির:এতেই প্রশ্ন উঠতে শুরু করে,এঁরা কী করে পুলিশের জিম্মায় থাকা অনুব্রত মণ্ডলের কাছাকাছি গেলেন?পুলিশই বা অনুমতি দিল কী করে?এবার, চার্জশিটে এটাকেই হাতিয়ার করল ED। চার্জশিটে বিস্ফোরক দাবি করে বলা হয়েছে, সুকন্যা মণ্ডলের গাড়িচালক তুফান মিদ্দা বয়ানে বলেছেন যে, আসানসোল জেল থেকে অনুব্রত মণ্ডলকে যখন কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তৃণমূল নেতা কৃপাময় ঘোষের সঙ্গে তুফান মিদ্দা শক্তিগড়ে গেছিলেন অনুব্রত মণ্ডলের সঙ্গে বৈঠক করার জন্য। অনুব্রত মণ্ডলের কনভয় শক্তিগড়ে দাঁড়াবে বলে একজন জেলারের থেকে জেনেছিলেন কৃপাময় ঘোষ।
অনুব্রত মণ্ডলের সঙ্গে গরুপাচারকারীরা তাঁর ফোনের মাধ্যমেই কথা বলত। গরুপাচার মামলায় চার্জশিটে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বিস্ফোরক স্বীকারোক্তি উল্লেখ করল ইডি। সূত্রের খবর, মোবাইলে আসা একাধিক ফোন কলের রেকর্ড নিয়ে প্রশ্নের উত্তরে সায়গল দাবি করে, একাধিক তৃণমূল বিধায়ক, নেতা, এমনকী পুলিশ অফিসাররাও অনুব্রতর সঙ্গে কথা বলার জন্য তাঁকে ফোন করতেন। ইডি সূত্রের খবর, চার্জশিটের সঙ্গে জমা দেওয়া হয়েছে সায়গল ও গরু পাচারকারীদের সঙ্গে কথোপকথনের কল রেকর্ড। চার্জশিটে সায়গল হোসেনের দুটি ফোন নম্বরের পাশপাশি গরুপাচারকারীদের দুটি ফোন নম্বরের উল্লেখ করে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Do You Know: রান্নার তেলের বোতলে কেন এমন ঢাকনা থাকে জানেন?






















